আমাদের কথা খুঁজে নিন

   

গেম রিভিউ: ল্যান্ড অফ ডেড(রোড টু ফিডলার'স গ্রীন)।

A Hero will Rise Up Just In Time
এ পর্যন্ত যে কয়টা ভুতুরে গেম খেলেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ল্যন্ড অফ ডেড। এর কাহিনী, গ্রাফিক্স সবকিছুই অসাধারন। অন্যান্ন ফার্স্ট পারসন শুটার গেমের মতো শুধু মারমার-কাটকাট না বরং গেমটা খেলতে হলে আপনাকে হতে হবে ফাস্ট আর খাটাতে হবে বুদ্ধি। আর দেরী না করে বরং চলে যাই গেমের কাহিনীতে। কাহিনী সংক্ষেপ: গেমটার কাহিনী একজন কৃষককে ঘিরে, যার নাম জ্যাক।

একদিন সে খেয়াল করল তার ফার্ম থেকে সব যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। খোজ নিয়ে সে জানল তার প্রতিবেশী কৃষককে কে বা কারা খুন করে রেখে গেছে। অবশেষে জানতে পারল সে আসল ঘটনা। মৃতরা জেগে উঠেছে এবং মেতে উঠেছে মানুষের কাচা মাংস খাওয়ায়। নিজের ফার্ম থেকেই জ্যাক শুরু করে তার যুদ্ধ, মৃতদের বিরুদ্ধে।

এক পর্যায়ে সে শহরে যায় সাহায্যের আশায়। কিন্তু শহরেও যে একই অবস্থা। মৃতরা শহরের মানুষদের খেয়ে খেয়ে শেষ করে ফেলছে। শহরকে পরিনত করেছে ধংসস্তুপে। জ্যাক জানতে পারল, কাছাকাছি এক হাসপাতালে একজন ডাক্তার আছে যে হয়ত যোম্বিদের ধংস করতে পারবে।

সেই ডাক্তার নিজেকে একটা সেফ হাউজে বন্দি করে রেখেছে। জ্যাক সেই ডাক্তারকে বাচানোর জন্য ছুটে যায় হাসপাতালে। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সে রক্ষা করলো ডাক্তারকে আর তার পরপরই সে বুঝতে পারলো ডাক্তার স্বয়ং পরিনত হয়েছে জোম্বিতে। এভাবেই চলতে থাকবে কাহিনী। অনেকগুলো স্টেজ পার করে অবশেষে জ্যাক ধ্বংস করবে জোম্বিদের।

কিন্তু সত্যিই কি জ্যাক ধংস করতে পারবে জোম্বিদের? বোধহয় এখানে একটা চমক পাবে খেলোয়ার! রিকয়্যারমেন্ট: পেন্টিয়াম ডি প্রসেসর। ১ গিগা রাম। ২৫৬ মে:বা: এজিপি। গেমটা খেলতে ইচ্ছা হলে ডিভিডি কিনে খেলা শুরু করেন। ডাউনলোড লিংক নাইক্কা।

আর খেলতে না ইচ্ছা করলে খেইলেন না। আমার কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।