আমাদের কথা খুঁজে নিন

   

৭১-এ মানবতাবিরোধী অপরাধের বিচার

জামাত-শিবির কে মোকাবেলা করে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হলে আমাদের যা যা করতে হবে ক) প্রগতিশীল সাংস্কৃতির লালন এবং চর্চা বাড়াতে হবে, খ) ইসলামী সাহিত্যের বিপরীতে মানবিক মূল্যবোধের বিকাশ সাধন করতে সক্ষম সাহিত্য সৃষ্টি করতে হবে। গ) শাসকশ্রেণীকে সকল লোভ লালসার উর্দ্ধে থেকে দেশ পরিচালনা করতে হবে। ঘ) ইসলাম ধর্মের যে সকল বিষয় মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে পারে সেগুলোর পঠন-পাঠন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধীরে ধীরে নিষিদ্ধ করতে হবে। ঙ) মসজিদ-মক্তব-মাদ্রাসাগুলোতে নজরদারী বাড়াতে হবে, যাতে করে কোরআন-হাদীছের যে সকল বিষয় মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্সিক সেগুলো যেন পড়ানো না হয়। এ সমস্ত কাজ না করে হঠাৎ করে বিচার শুরু করে দিলেন !!! বিচারের জন্য সময় নিতে পারেন, আসামী পক্ষ যা যা বলতে চায় আপনি শুনতে থাকেন, ধৈর্য ধারন করে বিচার কাজ করেন, ৪২বছর আগের বিচার করতে যদি আপনার ১০বছর লাগে তাতে সমস্যা কোথায়, আপনি তো নিশ্চিত জানের যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে সবাই অপরাধী, আপনার কাজে সঠিক তথ্য-প্রমান আছে। তাহলে আপনার ভয় কোথায়? আপনি ভীত কেন সময় দিতে? বিচারপতির শেষ প্রশ্ন, আসামীর উকিলের প্রতি " আপনার আর কিছু বলার আছে? আসামীর উকিলের উত্তর " দ্যাটস অল ইউর অনার:" বিচারপতির শেষ প্রশ্ন, বাদীর উকিলের প্রতি " আপনার আর কিছু বলার আছে? বাদীর উকিলের উত্তর " দ্যাটস অল ইউর অনার: এইটুকু পর্যন্ত আপ নার অপেক্ষ করতে সমস্যা কোথায়? কেন আপনি বিচার প্যানেল গঠন করার পরও লাশের মিছিল পর্যন্ত এই দুর্ভাগা জাতিকে টেনে নিয়ে গেলেন,? যারা মারা গেল তারা প্রথমত মানুষ, তারপর, রাজাকার বা মুক্তিযোদ্ধা, দয়া করে অপেন ট্রায়ালে আপনি বিচারটি সম্পন্ন করুন, জাতি আপনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শ্রদ্ধার সাথে স্মরন করবে....................... (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।