আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে ২০ মণ জাটকা আটক



চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা আটক করা হয়েছে। গতরাত আড়াইটার দিকে এই জাটকা আটক করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন' প্রতিরোধে চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাছ ধরা ও জাল ফেলাও নিষিদ্ধ। উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) চাঁদপুর স্টেশনের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্টেট এমএমবি ফাহিম সাংবাদিকদের জানান, ঢাকাগামী এমভি বাগেরহাট নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ওই জাটকা আটক করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আটক জাটকা আজ সকালে শহরের ডাকাতিয়া নদীর তীরে পুঁতে ফেলা হয় বলে জানান ফাহিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।