আমাদের কথা খুঁজে নিন

   

অবাস্তব প্রত্যাশা-বাংলাদেশ কি প্রত্যেকদিন ম্যাচ জিতবে নাকি??



দক্ষিন আফ্রিকার সাথে নাকি বাংলাদেশ নিশ্চিত জিতে যাবে। এ ধরনের অবাস্তব প্রত্যাশা এখন কারো কারো মাঝে আরে বাবা-বাংলাদেশ কি প্রত্যেকদিন ম্যাচ জিতবে নাকি যেসব বাংগালি এসব অবাস্তব জয়ের কথা বলেন তারাই বোধহয় বাংলাদেশ হারলে জুতার মালা উপহার,বাসে ঢিল ছোড়া,খেলোয়ারদের ছাগল বলার মত কাজ করতে পারেন। আরে ভাই-শেষ পর্যন্ত এটা একটা খেলাই। বাংলাদেশ সব দিন ম্যাচ জিতবে এমন আশা করাই তো অবাস্তব। যেটুকু করছে সেটুকুই তো অনেক।

আর হ্যা...আমারো মনে হচ্ছে শেষ ম্যাচে ভয়াবহ চাপে (ভুয়া সমর্থক ও পত্রিকার বাড়াবাড়ি চাপ) বাংলাদেশ খুব বাজেভাবে হারবে। বাংলাদেশ দলের পাশে থাকুন,কিন্তু পাহাড়সম অবাস্তব প্রত্যাশার পাহাড় তাদের উপর দয়া করে চাপিয়ে দেবেন না। লেখাটা একান্তই আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা ও আবেগের ফসল। যুক্তিতে ভুল থাকা অস্বাভাবিক নয়। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।