আমাদের কথা খুঁজে নিন

   

"সন্ধ্যা থেকে মাঝরাতে"

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!

এটা সবার হয় কিনা জানিনা... কিন্তু আমার হয়। যখন দূরে কোথাও ট্যাভেল করি বা কাজ শেষে মাঝরাতে বাড়ী ফিরি, তখন এই ঘরে ফেরার আগের মূহুর্ত পর্যন্ত গাড়ীতে যখন বসে থাকি, রাজ্যের যতো ভাবনা-চিন্তা মাথায় খেলা করে। এই চিন্তা যে কেবল ভবিষ্যতের হিসেব-নিকেশ, তা নয়...এর মাঝে আছে অতীত সুখ স্মৃতিও...যেমন আছে বর্তমানের অনিশ্চয়তা! কোথায় এক একটা ভাবনা শুরু হয়, আর শুরু হয়ে কোথায় কোথায় যে চলে যায়...টেরই পাওয়া যায় না! কিছু ভাবনা আছে যা গোপন, গোপন...অতি গোপন...আবার কিছু আছে যে ভাবনা ব্যক্তি বিশেষের সাথে ভাগ করতে ইচ্ছে জাগে! কিন্তু কি করে, তখন তো মাঝরাত! মোবাইল না হয় হাতে আছে কিন্তু সামাজিক নিয়ম-কানুন! ইস্‌...কিছু কথা, কিছু ভাবনা...কোথাও যদি ধরে রাখা যেত! সব কথা কি আর মূহুর্ত পেরুলে মনে থাকে! কিন্তু যতোটা মনে থাকে...ততোটা ধরে রাখার চেষ্টা থেকেই আমার এই লেখা... "সন্ধ্যা থেকে মাঝরাতে"... কদ্দিন লিখবো, জানি না...কিন্তু শুরু করতে দোষ কি, শুরুতো করি! পড়বেন? পড়তে পারেন। ভালো লাগলে ভাল। না লাগলেও ভাল। খুশী করতে ব্লগে কে লিখে! ...তার জন্য আছে দৈনিক, পাক্ষিকের বেতনভুক্ত লেখক। যাইহোক, আর লিখতে ইচ্ছে হচ্ছে না! আমার ঘরের বাইরের প্রকৃতি দারুণ বসন্তের! আজ আমার রাতে কাজ, সারাটা দিন ফাঁকা।চা হচ্ছে...সুনীলের "পায়ের তলায় সর্ষে" নিয়ে বারান্দায় বসবো এখন আপনারা কি করছেন? ব্যস্ত নাগরিক দিন...নাকি আমার মতো ব্যস্ততাহীন? তা যাইহোক...ভালো থাকবেন সবাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।