আমাদের কথা খুঁজে নিন

   

@মডু : এই সব কি হইতাছে ???

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।
গত ৫-৬ দিন ধইরা দেখতাছি সবুজ কামরুল নামে এক ব্লগার বইসা বইসা ঢাকা রিপোর্ট ডট কম নামে এক আগাছা ওয়েবের মার্কেটিং কইরা পোষ্টের উপরে পোষ্ট দিয়া যাইতাছে। কোনো ডিটেইল নাই পোষ্টে খালি একটা লিংক ।

সাধারন ব্লগাররা ৩০মিনিটে ফার্স্ট পেইজে ১টার বেশী পোষ্ট না দিতে পারলেও রহস্যজনক(!) কারনে সে ১৫মিনিটে ৩টা পোষ্ট দিয়া ফেলছে। এতে ফার্স্ট পেইজে থাকা অনেক ভালো পোষ্ট গুলো সরে যাচ্ছে। গতকাল আপনার কাছে রিপোর্ট দিয়ে লাভ হয় নাই দেখে এই পোষ্ট লিখতে(অনেকটা নগ্ন হয়ে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদের মত) বাধ্য হলাম। আপনাদের যদি তার প্রতিএতই পেয়ার থেকে থাকে তাইলে বিডিস্পোর্ট্স এর মত আরেকটা(!) স্টিকি পোষ্ট টানায় দেন। এর আগেও দেখা গেছে আউটলোক বিডি এর মত বস্তা পচা একটা ওয়েবের মার্কেটিং চলত।

পরে ব্লগারদের সম্মিলিত প্রতিবাদ ও ডিজিটাল ধোলাই দেবার পর আউটলুক বিডি এর প্রকম কমেছে। কিন্তু এখন এই ঢাকা রিপোর্টার ডট কম এর মত বস্তা পচা পোষ্ট দিয়া ফার্স্ট ভরায় রাখার মানে কি ??? গত ৫-৬ দিন ধইরা দেখতাছি সবুজ কামরুল নামে এক ব্লগার বইসা বইসা ঢাকা রিপোর্ট ডট কম নামে এক আগাছা ওয়েবের মার্কেটিং কইরা পোষ্টের উপরে পোষ্ট দিয়া যাইতাছে। কোনো ডিটেইল নাই পোষ্টে খালি একটা লিংক । সাধারন ব্লগাররা ৩০মিনিটে ফার্স্ট পেইজে ১টার বেশী পোষ্ট না দিতে পারলেও রহস্যজনক(!) কারনে সে ১৫মিনিটে ৩টা পোষ্ট দিয়া ফেলছে। এতে ফার্স্ট পেইজে থাকা অনেক ভালো পোষ্ট গুলো সরে যাচ্ছে।

গতকাল আপনার কাছে রিপোর্ট দিয়ে লাভ হয় নাই দেখে এই পোষ্ট লিখতে(অনেকটা নগ্ন হয়ে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদের মত) বাধ্য হলাম। আপনাদের যদি তার প্রতিএতই পেয়ার থেকে থাকে তাইলে বিডিস্পোর্ট্স এর মত আরেকটা(!) স্টিকি পোষ্ট টানায় দেন। এর আগেও দেখা গেছে আউটলোক বিডি এর মত বস্তা পচা একটা ওয়েবের মার্কেটিং চলত। পরে ব্লগারদের সম্মিলিত প্রতিবাদ ও ডিজিটাল ধোলাই দেবার পর আউটলুক বিডি এর প্রকম কমেছে। কিন্তু এখন এই ঢাকা রিপোর্টার ডট কম এর মত বস্তা পচা পোষ্ট দিয়া ফার্স্ট ভরায় রাখার মানে কি ???
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।