আমাদের কথা খুঁজে নিন

   

ফের সংঘর্ষে চট্টগ্রাম ছাত্রদল

বুধবার সন্ধ্যা ও রাতে দুই দফা সংঘর্ষে নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ সাতজন আহত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি গাজী সিরাজ উল্লাহ সাংবাদিকদের বলেছেন, হামলাকারীরা ‘ছাত্রলীগের এজেন্ট’।
সদ্য গঠিত নতুন কমিটিতে পদ পাওয়া-না পাওয়া ছাত্রদল নেতাদের সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। তার জের ধরে কয়েকদিন আগে বিএনপি কার্যালয়ে আগুন দেয়া হয়।  
সন্ধ্যায় নগরীর খুলশী থানা এলাকার পশ্চিম খুলশী ওয়ারলেস গেইট এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইফতারের পর পর নতুন কমিটির সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও বেলায়েত হোসেন  বুলুর অনুসারীরা বিরোধী পক্ষের কয়েকজনকে মারধর করে।
এই ঘটনার ‘পদবঞ্চিত’ নেতাদের অনুসারীরা রাত ৯টার দিকে পশ্চিম খুলশী ৩ নম্বর সড়কে বুলুর বাড়িতে হামলা চালায়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু আহত হন।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে কিছু লোক বুলুর বাড়িতে হামলা চালায়।
বাড়ির সামনে থাকা একটি মোটর সাইকেলে আগুন দেয় তারা।

হামলায় আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ।
আহত অন্যরা হলেন- মনির আহমদ, মো. সগীর, সৈয়দ আলী রাব্বি, রায়হান, শরিফ ও আব্দুল হাই।
নগর ছাত্রদলের আগের কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সাংবাদিকদের বলেন, স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে বুলুর বাড়িতে হামলা হয়েছে।
বুধবারের ঘটনার বিষয়ে ‘পদবঞ্চিতদের’ নেতৃত্বদানকারী শেখ রাসেল কিছুই ‘জানেন না’ বলে দাবি করেছেন।
 
গত ২১ জুলাই চট্টগ্রাম নগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরদিনই এর বিরোধিতায় সরব হয় পদ না পাওয়া নেতারা।
গত ২৪ জুলাই নগর বিএনপির কার্যালয়ে আগুন দেয় এবং আসবাবপত্র ভাংচুর করে পদ না পাওয়া নেতাদের সমর্থকরা। তারা ২৬ জুলাই নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেনের কুশপুত্তলিকা দাহ করে।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহদাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলেও দলের অনেক নেতা-কর্মী জানিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।