আমাদের কথা খুঁজে নিন

   

বিবিসি বাংলা অনুষ্ঠান সম্পর্কে তথ্য

একজন নিরীহ প্রজাতির মানুষ

সমসাময়িক ঘটনাবলী নিয়ে সাজানো প্রতিটি অধিবেশনেই শুনতে পাবেন সর্বশেষ বিশ্বসংবাদ, প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ। এছাড়া প্রতিটি আয়োজনেই থাকে খেলার খবর। আর প্রভাতী ও প্রত্যুষায় থাকে ঢাকা ও কলকাতার সংবাদপত্র পর্যালোচনা । ম্যাগাজিন অনুষ্ঠানগুলো আমরা সাজিয়েছি পুরো সপ্তাহ জুড়ে। সাপ্তাহিক আয়োজন : শনিবার: খেলাধূলার খবরের সাপ্তাহিক আয়োজন, মাঠে ময়দানে (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) রবিবার: ইতিহাসের সাক্ষী (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) সোমবার: প্রীতিভাজনেষু (বৃহস্পতিবার রাতে প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় প্রভাতীতে) : লাইভ ফোন ইন (পরিক্রমা) মঙ্গলবার: বিজ্ঞানের আসর (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) বুধবার: এ সপ্তাহের সাক্ষাৎকার, উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) বৃহস্পতিবার: প্রামাণ্য ফীচার (শোনা যায় প্রত্যুষায়) শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান, প্রীতিভাজনেষু (শোনা যায় পরিক্রমায়) শুক্রবার: বিবিসির সাথে গানগল্প (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) প্রামাণ্য ধারাবাহিক (বৃহস্পতিবার প্রত্যুষায় প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় প্রবাহ অনুষ্ঠানে) শনিবার : লাইভ ফোন ইন (প্রচারিত হয় প্রবাহ অনুষ্ঠানে) সর্বশেষ বিশ্ব সংবাদ শুনুন (প্রতিদিন ০০৩০, ০১৩০, ১৩৩০ এবং ১৬৩০ জিএমটিতে আপডেট করা হয়।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।