আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - শ্রান্তি



অনুভবের শ্রান্তিকে ভিত্তি ধরিয়া জাগাইয়াছি যে হাহাকার, বেদনার প্রাপ্তিকে সঙ্গী মানিয়া করিয়াছি তার প্রতিকার । অর্জনের নেশাকে প্রবৃদ্ধি ধরিয়া হইয়াছি যখন উদ্বুদ্ধ, বর্জনের আধিক্যে সেই প্রবৃদ্ধি হইয়াছে শুধু পর্যুদস্ত । আত্মিক টানে আস্থা রাখিয়া ছুটিয়াছি যখন অবিরাম, স্বত্বা বিনাশে তখন শুধু জুটিয়াছে অনাচার । মস্তিষ্কের বিকৃতি যখন ঘটাইয়াছে তিরোধান, স্বত্বা বিলীনে ঘটিয়াছে তখন প্রানের ম্রিয়মাণ । মৌনতাকে মুগ্ধ করিয়া যেসব করেছি পণ , কোলাহলের সুপ্ত প্রভাবে দিয়াছি যেন সেসবের প্রতিদান । হারাতে গিয়ে হারিয়া গিয়া জীবন করেছি খান , কোনোদিন জানি হবেনা আর সেসবের প্রতিদান । জীবন চলিছে জীবনের টানে না দিয়ে পিছুটান , তাইতো তুমি মরিয়া গিয়াও হইয়াছ মহিয়ান । বাঁচিয়া থাকিতে জীবনের তরে হইয়াছ কত অভিমান , মরিয়া গিয়ে তখন যেন বাড়াইয়াছ সম্মান ...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.