আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পিসির জন্য কত ক্ষমতার Power supply দরকার

আমি কাকে ভালবাসি তা ভাবিনা , যে আমাকে ভালবাসে তাকে ভাবি

আজকে দুটো সাইট পেলাম যেখানে আপনার পিসির হার্ডওয়্যার যেমন CPU,Motherboard,Graphics Card,RAM আরো যা যা হাবিজাবি আছে সবগুলো সম্পর্কে তথ্য দিলে হিসেব করে বের করে দেবে আপনার পিসির জন্য সম্ভাব্য কত ওয়াটের PSU দরকার(কেন যে আগে খোজ পাই নাই! angry )।সাইট দুটো একেবারে নির্ভুলভাবে বলবে না যে আপনার পিসির জন্য ঠিক কত ওয়াটের PSU দরকার কিন্তু নূন্যতম কতটুকু পাওয়ার এবং কতটুকু হলে ভাল হয় হয় সেটা সম্পর্কে ভাল ধারণা দিতে পারে। প্রথমটা হল এটা । দ্বিতীয়টা হল এটা । দ্বিতীয়টাতে CPU,Motherboard,Graphics Card,RAM,Optical Drive,HDD এই ৬টা এবং এদের সংখ্যা(মানে কোন হার্ডওয়্যার কয়টা আছে) উপর ভিত্তি করে সম্ভাব্য কত ওয়াটের PSU লাগতে পারে সেটা বলে।দ্বিতীয়টা আর প্রথমটাতে একই কনফিগে প্রায় ১০০ওয়াট এর মত পার্থক্য দেখে মনে হল প্রথমটাই বেশি সঠিক।কারণ প্রথমটা আরো অনেক তথ্য নিয়ে কাজ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.