আমাদের কথা খুঁজে নিন

   

সাইদির মেশিন = বাংলালায়নের স্পীড (সমানুপাতিক)

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে। গত দুই দিন ধইরা বাংলালায়ন (বিলাই) এর কি হইসে কিছুই বুঝতাছি না। আমার ৫১২Kb কানেকশন এর স্পিড এর নকশাডা একটু দেখেন। আমি ৫১২ Kb এর আনলিমিটেড চালাই, বিগত সময়ে সার্ভিস মোটামুটি মানের থাকলেও আজ দুই - তিন দিন ধরে একদম বাজে অবস্থা। মনে হয় যেন ১২৮ Kb এর নেট চালাচ্ছি। আর মাঝেমাঝে তো ৫৬ Kb বললেও ভুল হবে না। আমার মতন ভুক্ত ভুগি আর কে কে আছেন হাত তোলেন!!! বিঃদ্রঃ এইডা একটা সাময়িক পোষ্ট; এই পোষ্টের সাথে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের বা গনজাগরনের সাথে কোন রুপ সম্পর্ক নাই। কোথাও কোন রুপ মিল কেউ খুঁজিয়া পাওয়ার চেষ্টা করন বাদ দিয়া ঘুমান গিয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।