আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে আপাতত ইংল্যান্ডই হলো বড় বাধা। বাংলাদেশের ভাগ্য তাই ১৭ মার্চে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছে।

তার আগে ১৪ মার্চে বাংলাদেশকে হলান্ডের বিপক্ষে জিততে হবে। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৬। ইংল‌্যান্ডের বর্তমান পয়েন্ট ৫ খেলায় ৫, একটি মাত্র ম্যাচ বাকি, যা হলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সে খেলায় অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে, ফলে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে ৪র্থ অবস্থানে থাকবে, ইংল্যান্ড ৫ পয়েন্ট নিয়েই বিদায় নেবে। এখানেও কিছু শর্ত পালন হওয়া আবশ্যক : তা হলো, আয়ারল্যান্ডকে হারতে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে; তখন তারা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতুক-হারুক তার কোনো প্রভাব পড়বে না আমাদের উপর।

ওয়েস্ট ইন্ডিজ যদিও শক্তির বিচারে ইংল্যান্ডের পেছনে, তবু তাদের জেতার সম্ভাবনাও আছে; অন্যদিকে হলান্ড বাংলাদেশের চেয়ে দুর্বলতর দল। তাই এই অপশনটি ফলবার সম্ভাবনা সম্ভাব্য সবগুলো অপশনের মধ্যে সহজতম। ইংল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতে, তাহলে অনেক বড় ব্যবধানে জিততে হবে, ইন্ডিয়াকেও অনেক বড় ব্যবধানে হারাতে হবে ওয়েস্ট ইন্দিজকে, আর বাংলাদেশকে যা করতে হবে, ১৪ মার্চে বিশাল ব্যবধানে হলান্ডকে হারিয়ে নিট রান রেটে এগিয়ে থাকতে হবে, যাতে খেলা শেষে নিশ্চিত ভাবে বাংলাদেশের নিট রান রেট ওয়েস্ট ইন্ডিজের রান রেটের চেয়ে বেশি থাকে। তখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ উভয়ের পয়েন্ট সমান হবে, নিট রান রেটে বাংলাদেশ ৪র্থ অবস্থানে থাকবে, ওয়েস্ট ইন্ডিজ নিচে নেমে যাবে। বর্তমানের পারফর্মেন্সের বিচারে ইন্ডিয়া আর ইংল্যান্ডের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের শক্তি অনেক কম হওয়াতে এই অপশন ফলবার সম্ভাবনা কম।

বাংলাদেশ যদি সাউথ আফ্রিকা ও হলান্ড দুই দলকেই হারাতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে উঠবার পথে কোনো বাধা নেই। সাউথ আফ্রিকা অনেক শক্ত প্রতিপক্ষ, যেমনটি ছিল ইংল্যান্ডও। কিন্তু সবগুলো টেস্ট প্লেয়িং নেশন বাংলাদেশের কাছে অন্তত একবার হারের স্বাদ পেয়েছে। সেই হিসেবে, ইংল্যান্ডকে হারানোর পর পুনরুজ্জীবিত টাইগাররা সাউথ আফ্রিকাকে হারালে সেটা কোনো অঘটন হবে না। তবে, সতর্ক থাকতে হবে, হলান্ড যেন বাংলাদেশকে নিয়ে কোনো অঘটন না ঘটায়।

এরকম আরও কিছু থিওরেটিক্যাল সম্ভাব্যতা খোঁজা সম্ভব, তবে বর্ণিত অপশনগুলো সবচেয়ে বেশি বাস্তবসম্মত, যা ঘটতে পারে অঘটনঘটনপটিয়সী মামীমার দোয়ার বরকতে আসুন, বাংলাদেশকে আপাতত কোয়ার্টার ফাইনালে নিয়ে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.