আমাদের কথা খুঁজে নিন

   

যখন থামবে কোলাহল

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকেই কাছে ডাকছি। ঘুমিয়ে পরোনা বন্ধু আমার, জেগে থেক সেই রাতে। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। কোকিলের গান যদি শোন, আমি আর দূরে নেই জেনো। একটু পরেই দেখা হবে দুজনাতে। যখন দক্ষিণ বাতাস গায় পরশ বোলাবে এসে, জেনো এসে গেছি আমি অবশেষে। বাসনার সেই নদীতীরে, চিনে নিও প্রিয় সাথিরে, স্বপ্ন ভেবে কেদোনাতো বেদনাতে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকেই কাছে ডাকছি। ঘুমিয়ে পরোনা বন্ধু আমার, জেগে থেক সেই রাতে। (রুনা লায়লার কন্ঠে গাওয়া একটি গান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।