আমাদের কথা খুঁজে নিন

   

বিলেতি সাহেব এবং আমি (একটি অনুলিখিত কবিতা)

ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটা অস্বীকার করার মতো বোকামি ধার্মিকরা করতে পারেনা

তুমি বিলেতি সাহেব, আমি বঙ্গের সন্তান বলো কার বেশি দাম কার বেশি সম্মান। তুমি শোষকের উত্তরসূরি, আমি শোষিত এক জীর্ণ পিতার পুণ্য প্রেমের দান বলো কার বেশি দাম, কার বেশি সম্মান। তুমি রুচিশীল খ্যাত বিশ্ব বাজারে আমি রুচিবোধ খুঁজি মাতৃ কোটরেএএ মায়ের জন্যে প্রয়োজনে করি নিজ প্রাণ কুরবান, বলো কার বেশি দাম কার বেশি সম্মান। (কবিতাটির রচয়িতা : গ্রাম্য কিশোর নূরুল্লাহ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।