আমাদের কথা খুঁজে নিন

   

১৯ বছর পর সবচেয়ে বড়ো চাঁদ দেখা যাবে ১৯ মার্চ

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এবারে বড়ো আকারে দেখার সুযোগ মিলছে ১৯ মার্চ। ওই দিন চাঁদকে বড়ো দেখার এই সুযোগ মিলবে ‘লুনার পেরিগি’-এর কারণেই। অস্ট্রেলিয়ার জ্যোতির্বিদদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১১ সালের ১৯ মার্চ চাঁদ পৃথিবীর খুবই কাছে চলে আসবে। আর এই ঘটনা ঘটে প্রতি ১৯ বছর পরপর।

১৯ বছর পরপর পৃথিবীর কাছে চাঁদ চলে আসার এই ঘটনাটিকে বলে লুনার পেরিগি। এ সময় চাঁদ এবং পৃথিবীর দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫৬৭ মাইল। গবেষকরা জানিয়েছেন, সুপারমুনের মতো এই ঘটনা শেষবার ঘটেছিলো ১৯৯২ সালে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চাঁদ পৃথিবীর নিকটবর্তী হওয়া মানেই পরিবেশ বিপর্যয়ের শংকা। কারণ ২০০৫ এবং ১৯৭৪ সালে চাঁদ কাছাকাছি চলে এসেছিল।

আর ওই বছরগুলোতেই সামুদ্রিক সাইক্লোন এবং সুনামির মতো ঘটনা ঘটেছিলো। উল্লেখ্য, চাঁদের আকর্ষণেই জোয়ার-ভাঁটা হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি-এর গবেষক পেট হুইলার জানিয়েছেন, চাঁদ নিকটে আসলেও চাঁদের কারণেই যে এমন ধ্বংসযজ্ঞ ঘটে তার কোনো প্রমাণ নেই। এবার তো ভূমিকম্প বা অগ্নুৎপাতের আশংকাও তেমন নেই। - খবর টেলিগ্রাফ অনলাইন-এর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।