আমাদের কথা খুঁজে নিন

   

আহ্.... কি সৌভাগ্য...!



কথায় আছে টাকা হলে বাঘের দুধও মেলে। কথাটা সত্যি বটে তবে এক্ষত্রে আমার কিছু শব্দ যোগ করার আছে- "যদি ভাগ্য ভালো হয়"। ভাগ্যদেব সহৃদয় হলে অনেক কিছুই হয়। ইউনুস সাহেব নোবেল পেয়েছেন তার যোগ্যতায়, আর আদালতে গিয়েছেন তাঁর ভাগ্যের কারনে (বাংলাদেশে জন্মানোটাই তাঁর অপরাধ)। সৌভাগ্য সম্পর্কিত একখানা জোকস পড়েছিলাম কিছুদিন আগে--- চায়ের দোকানে আড্ডা হচ্ছে।

এক লোক বললেন, ঘটনা শুনেছেন। গত রাতে আমাদের এলাকার মজনু সাহেব বাড়িতে ফিরে দেখেন, তার স্ত্রী তার এক বন্ধুর সঙ্গে শুয়ে আছেন। তিনি রাগ দমাতে না পেরে সঙ্গে সঙ্গে রিভলবার বের করে গুলি করে দু’জনকেই মেরে নিজেও আত্মহত্যা করলেন। পাশে বসে থাকা রাকিব সাহেব বললেন, এটা তো তেমন কিছুই নয়, ঘটনা আরো সাংঘাতিক হতে পারত। লোকটি বললেন, কি বলেন? এক সাথে ট্রিপল ট্রাজেডি, আর আপনি বলছেন কিছুই না, আরো সাংঘাতিক হতে পারত? তো এর চেয়ে আর কি সাংঘাতিক হতে পারত? রাকিব সাহেবঃ গতকাল যদি সোমবার না হয়ে বৃহস্পতিবার হতো তাহলে ঐ গুলিটা আমাকে খেয়েই মরতে হতো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।