আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত হচ্ছে ২০১২ থেকে

দেশটাকে বাঁচাতে চাই

২০১২ থেকেই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত হয়ে যাচ্ছে। কয়েক পর্যায়ে সারা দেশে এ ব্যবস্থা চালু হবে। প্রথম পর্যায়ে শুধু জুনিয়র স্কুলে (ষষ্ঠ-অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যমান) প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হবে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে জুনিয়র স্কুলের সংযুক্তি ঘটবে এবং এসব স্কুল তত্ত্বাবধান করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত উপকমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে অন্যান্য স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর ক্ষেত্রে বেশ কিছু জটিলতার কথাও ওই বৈঠকে উঠে আসে। গতকাল দুপুরে উপকমিটির আহ্বায়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শিক্ষানীতির আলোকে এ সিদ্ধান্তের ফলে অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কাজ শুরু হলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.