আমাদের কথা খুঁজে নিন

   

"এই দেখ দেখ, স্ক্রীনে ভুল দেখাচ্ছে। খেলাই ঠিকভাবে শুরু হয়নি, দেখাচ্ছে ৬ উইকেট পড়ে গেছে !!"

<<মধ্যরাতের হাইওয়ে>>

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিন। সমর্থকদের প্রত্যাশার দেয়াল চুরমার করে একের পর এক ব্যাটসম্যানরা যখন নীড়ে ফিরে আসছেন, তখন সকল বাংলাদেশী সমর্থকদের মুখ মেঘে ঢাকা পড়ে গেছে। সবাই যে যার মত করে হিসেব মেলাতে ব্যস্ত। গেল বুঝি কোয়ার্টার ফাইনালে উঠার স্বপ্ন ! ব্যাটসম্যানদের আসা-যাওয়ার এক পর্যায়ে সমগ্র মাঠ আলোয় উদ্ভাসিত করে ক্রিজে এলেন আশরাফুল (আমি বলি ধুতরাফুল)। অনেকেই বলে ফেললেন, আজ আশরাফুলের দিন।

দেখেন, সেই আজকে রান পাবে। আরেকটি স্বরণীয় ইনিংস দেখব আমরা। দর্শকদের মাঝে দেখলাম দুভাগ হয়ে গেল। কয়েকজন ছাড়া বাকি সবাই "আগুনের গোলার" বিপক্ষে। এগুলো বলতে বলতেই সেই গুটি কয়েকের মুখে ফুল চন্দন থুক্কু চুন-কালি মেখে টয়লেটের উদ্দেশ্যে বদনা (ব্যাট) হাতে দৌড় দিলেন তিনি।

আর অন্য সকলের মুখতো আগেই চুন-কালিতে মাখা। যদিও "আগুনের গোলা" তার কিছু অগ্নি গোলক আইরিশদের দেখিয়ে দিয়েছিলেন। দর্শকরাই বা বাদ থাকবে কেন? তাদেরও কিছু ইস্পিশাল ড্যান্স দেখিয়ে দিলেন। যাকগে, বলছিলাম এক দর্শকের কথা। বাংলাদেশের দুটি উইকেট পড়ে যাওয়ার পরই তিনি তার সিট ছেড়ে উঠে, পিছনে চলে এলেন।

তার হাত-পা ছোড়াছুড়ি দেখে আমি ভয়ই পাচ্ছিলাম, না জানি কি অঘটন ঘটিয়ে বসে ! তিনি সেখান থেকে দাড়িয়ে তার সাথে যারা এসেছিলেন তাদেরকে বললেন, "এই তোমরা হাতের বাধন ছেড়ে দাও"। আমি তো অবাক। বলে কি এই লোক? পরে আরও দু-চারজন কে বললেন, "ভাই দুই হাত এক করে রাখবেন না। কুফা ধরছে! কুফাটা ছুটাতে হবে! " তখন বুঝলাম, তিনি বলছেন যে দুহাত এক করে মুষ্টিবদ্ধ করে না রাখতে। একটু পরই ব্যাপারটা ভুলে গেলাম।

কিন্তু ভুলে আর থাকতে পারলাম কই? এবার যে আমাকেই বলছেন। আশরাফুল নামার পর পরই তিনি আমাকে বলছেন, "ভাই, হাত মুঠ করে রাখবেন না। দুই হাত আলাদা করে রাখুন" আমি জিজ্ঞেস করলাম , ক্যান ভাই, সমস্যা কি? তিনি বললেন, "ব্যাপার আছে , আপনি বুঝবেন না"। অবাক হয়ে তার দিকে দেখলাম , তবে হ্যা, হাতের মুঠি ও কিন্তু ছেড়ে দিয়ছিলাম !! বেশিক্ষণ আলাদা করে রাখতে পারিনি। কারণটা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন ! সিস্টেম যাই হোক, লোকটির অবস্থাটা চিন্তা করুন।

উইকেট যাতে না পড়ে, সে জন্য তার কত চেষ্টা। হাত মুঠ করে রাখা-না রাখার মধ্যে কি কোন মাজেযা আছে? কেউ কি বলতে পারবেন?? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক দুর্যোগের দিন। ৪ মার্চ। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছিল। সেদিনের কথা আর নাই বা বললাম।

শুধু ছোট একটা ঘটনা বলি। এক ইয়াং কাপল গ্যালারীতে (ভিআইপি) ঢুকেই সিট খোজার আগেই জায়ান্ট স্ক্রিনে রান রেট দেখে যা বললেন, আমার সারাজীবন মনে থাকবে। আপু ভাইয়াকে বলছেন , "এই দেখ দেখ, স্ক্রীনে ভুল দেখাচ্ছে। খেলাই ঠিকভাবে শুরু হয়নি, ৬ উইকেট পড়ে গেছে !!" বাংলাদেশ দলের আগামী ম্যাচগুলোর ভাল ফলাফল কামনায়........ বিশ্বকাপ নিয়ে আমার পূর্বের দুটি পোষ্ট ১ ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।