আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের ব্যাবধানে জয় পেল ভারত

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানান নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন। ধীরে শুরু করে প্রথম উইকেটে ১৫ ওভারে ৫৬ রান তোলে নেদারল্যান্ডস। সোয়ার্জিনস্কিকে বোল্ড করে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পীযুষ চাওলা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের। শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।

দলের সর্বোচ্চ রান আসে অধিনায়ক পিটার বোরেনের ব্যাট থেকে। তিনি করেন ৩৬ বলে ৩৮ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানের ঝড়ো পার্টনারশিপ গড়ে শেবাগ সিলারের বলে ক্যাচ তুলে আউট হন। যাবার আগে তিনি করেন ২৬ বলে ৩৯ রান। ২২ বলে ২৭ রান করে আউট হয়ে সিলারের দ্বিতীয় শিকারে পরিনত হন শচীন।

নিজের বলেই ক্যাচ নিয়ে পাঠানকে আউট করেন আবার সিলার। ২০ বলে ১২ রান করে পিটার বোরেনের বলে বোল্ড হন কোহলি। ২৮ বলে ২৮ রান করে বুখারির বলে বোল্ড হন গম্ভীর। ধোনির অপরাজিত ৪০ বলে ১৯ রান এবং যুবরাজের ৭৩ বলে ৫১ রানের সৌজন্যে ৩৬.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যুবরাজ বল হাতেও নেন ২ উইকেট।

ফলে টানা দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হন তিনি। নেদারল্যান্ডঃ ১৮৯/১০(৪৬ ওভার ৪ বল) ভারতঃ ১৯১/৫(৩৬ ওভার ৩ বল) ফলাফলঃ ভারত ৫ উইকেটে জয়ী। ম্যান অফ দ্যা ম্যাচ: যুবরাজ ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।