আমাদের কথা খুঁজে নিন

   

মজা পেলাম পড়ে............................................।



সাকিব কে লেখা গেদু চাচার খোলা চিঠি। (একটি কপি পেস্ট লেখা) বাবা সাকিব, আমার স্নেহ নিও। তোমার আব্বা আম্মা আর বইন মা আশা করি ভাল আছেন। বাবা তোমার শরীর কেমন আছে?যেই গরম নাকি ঢাকায় পরছে তাতে ভাল থাকা খুব কঠিন। তোমার চাচির লেবুর শরবত খেয়েই কোন রকম টিকা আছি।

বাবারে,যে জন্যে তোমারে এই পত্র লেখা...। তোমার চাচির ধমক খেয়েও ব...াংলাদেশের খেলা দেখতে বসি...খালি তোমাদের খেলা দেখার জন্যে। তোমাদের আরও মনযোগি হতে হবে বাবা। বাবরে দেশের মানুষ তোমারে ভালবাসে...তাই তোমার উপরে তাদের অনেক আশা। তারা অনেক প্রত্যাশা নিয়া আসে,খেলা শুনে বা দেখে।

তোমেদের এতটুকু খারাপ খেলা তাদের কাছে সজ্য হয়না বাবা। বাবা,আমরা বড় হতভাগা জাতী...আমরা কখনো কখনো নিজেগো দোষে বা কখনো অন্যরা আমাদের প্রতিভা গুলা শেষ করে দেয়। তাই তোমার সাবধান হতে হবে...দল কে ধ্বংস হতে দেয়া যাবেনা বাবা। বাবা আমি তোমারে যখন প্রথম দেখলাম...খুব ভাল্লাগছিলো বাবা। তোমার বয়সের সময় আমি চার পোলার বাপ হয়ে গেছিলাম...আর তুমি,তামিম,মাশরাফি দেশের সেবা করতেছ...বাবা,মা,ভাই বোনকে ফেলে রেখে।

বাবা তোমাকে স্বার্থ ত্যাগ করে খেলতে হবে যে...। কোন বাজে কথায় কান দেয়া যাবেনা। কোন চক্রান্তরে প্রশয় দেয়া যাবেনা। আর যে ভাল খেলবে তাকে খেলানোর জন্যে তোমাকেই আগায় আসতে হবে। বাবারে,একটা কথা বলি...রাগ করোনা...মাশরাফিরে দলে রাখা উচিত ছিলো বাবা...ও তোমার মতই দলের জন্যে প্রান দিয়া খেলে।

ও থাকলে তোমার উপরে চাপ কমে যেত...তুমি আরও ভাল খেলতে পারতা...। বাবারে,পাগল পোলাপান তোমার বাড়িতে ঢিল মারছে...কামডা খারাপ করছে ওরা। বাসার কেউ আহত হতে পারতো। কিন্তু তোমার রাগ করলে চলবে না...এটা ওরা করছে তোমাকে ভালবাসে তাই । আমার মনে হয় ওরা নিজেরা অনুতপ্ত।

তাই বাবারে আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা,আমাদের দেশে বংগবন্ধুর মতো নেতাকে ঠিক মত কাজ করতে দেয়া হয়নি...কখনও দেয়নি তার পাশের লোকজন...কখনও বা বাইরের। যার ভাষণ শুনে আমরা যুধ্যে ঝাপ দিছিলাম...তারে আমরাই গুলি কইরা মারছি পরিবারসহ...শুধু মারিই নাই...বিচার যেন না হয় তার ব্যাবস্থাও করছি। এই একটা কামের জন্যে আমরা কত ছোট হয়ে গেছি তা কি আমরা উনারে মারার আগে ভাবছি?ভাবিনাই কারণ ক্ষুদ্র আর নোংরা স্বার্থের জন্যে। বাবারে যারা তার পাশে ছিলো তাদেরি কেউ হয়ে গেছিলো বেইমান।

তাই মাথা ঠান্ডা রাখতে হবে...বুঝতে হবে কে তোমার ভাল চাইছে। নামাজ পড়বা পাচ ওয়াক্ত...আল্লাহ্পাকের কাছে কাঁদবা...আল্লাহপাক্ তোমাকে রক্ষা করবেন। জিবনে ভাল চিন্তা করতে হবে তাহলেই তুমি অনেক দূর যেতে পারবা। বাবারে,দেশে চালের দাম বাড়তে বাড়তে ৫০ টাকা কেজিতে আইয়া ঠেকছে...কিন্তু মানুষ যদি জানে সাকিব খেলতেছে...কাম ফালাইয়া খেলা দেখতে বসে। বাবা,আমিতো এত ভাল খেলা বুঝিনা...তোমার পটল চাচাই আমারে বুঝাই দেয়।

তোমার পটল চাচার পান খাওয়া মানা...তাও সে দিব্বি খেয়ে ফেলে...কিন্তু বাংলাদেশের খেলা আছে শুনলে আর খাবেনা...যদি ঘুম লাগে...যদি ঘুমের লাইগা সাকিবের ব্যাটিং দেখা না হয়,তামিমের চার-ছয় না দেখা হয়...মাশরাফির বোল্ড করা না দেখা হয়?...। ভ্যানওয়ালা কাদের ভ্যান বইবে না খালি তোমাদের খেলার জন্যে...বাংলাদেশের খেলার জন্যে। বাবা...তুমি যাদের তোমার সামনে নিয়া খেলো...তাদের সাথে আমরাও দোয়া করি...ভাল খেলাতে চিৎকার করি...খারাপ খেলাতে মন খারাপ করি...দেশের জন্যে কেঁদে বুক ভাসাই। বাবারে,দেশের ১৬ কোটি মানুষের কথা মাথায় রেখে খেলবে...দেশের সবার ভালবাসা তোমার সাথে আছে। ঠিক মত খাওয়া দাওয়া করবে।

বাবা মার সেবা করবে। আর একটা কাজ করবা...দিনে যতবার পারবা সূরা আর রহমানের "ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান" এই আয়াতটা পড়বে...আল্লাহ্পাক তোমার সম্মান বৃদ্ধি করে দেবেন। আল্লাহ্পাক তোমার অনেক ভাল করুন। তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও বাবা। ভাল থাক।

ইতি, তোমার গেদু চাচা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।