আমাদের কথা খুঁজে নিন

   

রাতের মিরপুর!!!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

রাত ১১ঃ৫৫। কোন বাস নেই। রিকসা মোড় পর্যন্ত আসবেনা। মোড়ে পৌঁছালে যদি একটা ক্যাব বা সি,এন,জি পাওয়া যায়। বাংলা কলেজ পার হচ্ছি।

লম্বা-চওড়া এক লোক বিপরীত দিক থেকে আসছে। একটু দূরে থাকতেই গতিপথ পরিবর্তন করলাম। কিন্তু লোকটাও গতিপথ পরিবর্তন করে আমার বরাবর চলে এল। পথরোধ করে দাঁড়াল। আমার ভেতরে আতঙ্ক চলে এল।

লোকটা বলে উঠল “এত ভয় পাইতাছ কেন? আমারে চিন?” কোনক্রমে বললাম “না। “ সে বলে উঠল “আমারে চিনেনা এইরকম (“বিপ” – নিজগুনে বুঝে নেন) বাংলাদেশে নাই। আমি হইলাম বাংলা কলেজের ভিপি। আমার ভাইরে জেলে নিছে। তারে কি ছড়াইতে হইব না হইবনা?” আমি নির্বাক।

বোঝার আর কিছু বাকী নেই। “কি চাছ? ডেড কইরা ফালাই?” বলে আমার সবগুলা পকেট খালি করল। মানি ব্যাগ, হাত ঘড়ি, রেখে বাকী সব ফেলে দিল। এরপর বলল, “ডানে বাঁয়ে না তাকাইয়া সোজা যেদিকে যিতাছিলি যাগা। পিছনে ফিরলে গুলি কপালে লাগবো” পরদিন ক্লিনিকের আলোচ্য বিষয় ছিল আমার অসহায় ছিনতাই এর ঘটনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।