আমাদের কথা খুঁজে নিন

   

XX ক্যাচাল বুড়ি- খ্যাচ খ্যাচ, প্যাক প্যাক ( ব্লগের সবাই শুভেচ্ছা জানান)

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .
নাম তার ক্যাচাল বুড়ি। দিন রাত খ্যাচ খ্যাচ ও ক্যাচালই তার শখ। নিজের মত করে, নিজের ভালোবাসায় খ্যাচ খ্যাচ ও প্যাক প্যাক করতে তার কোনো জুড়ি নেই। তিনি সবার কাছে ২০টি দারা, বিশটি ডালা, বিচটিদারাসহ আরো অনেক নামে পরিচিত! তার খ্যাচের সুনাম ছড়িয়ে পড়েছে কি-বোর্ডের বোতাম থেকে ল্যাপটপ, ডেস্কটপের মনিটরে। সেখান থেকে ব্লগেম অন্তর্জালে করে বিশ্বজুড়ে তার ক্যাচালের সুনাম তাকে করেছে গর্বিত (গর্ভবতী ণয়!)।

তিনি একজন সফল ক্যাচালবিদ। ক্যাচাল বুড়ি মহৎ এই ব্যক্তিত্বের আদি নাম '' বৃষ্টিধারা'' তার ক্যাচাল সুনামে বিভোর ব্লগবাসী। ব্লগজুড়ে তার ক্যাচালের চর্চা এখন প্রতি মুহূর্তের ব্যাপার! তিনি বিখ্যাত খ্যাচবিদ! তিনি অনেক সফল ক্যাচালের উদ্যোক্তা! তার ক্যাচালের কথা খ্যাচ খ্যাচ , প্যাক প্যাক ধ্বনিতে মুখরিত আজ কি-বোর্ড, সাম ব্লগ! তার এই অসাধারণ অর্জনে ঝাতি হিসেবে ব্লগবাসী গুর্বিত! তিনি বাংলা শিনেমার নায়িকার মতো নায়ক, ভিলেন সবার ফেভার পেতে ছান! তিনি একজন করিৎকর্মা ক্যাচাল বুড়ি। তার জন্য ধণ্য আজকের এই মজলিশ! আজকে তাকে জানানো হবে সম্মাননা। আসুন ব্লগবাসী।

ক্যাচাল বুড়ির শুভ সম্মাননা ক্ষণে উপস্থিত তাকবেন তার বোন, আপু, বন্ধু ও প্রিয়ভাজনরা! তাদের সবাইকে স্বাগতম জানিয়ে আনন্দের সঙ্গেই ঘোষনা করছি শুভ খ্যাচাল ও ক্যাচালের অধিকারীণী ''' ক্যাচাল বুড়ি'' ক্যাচাল বুড়ি তার জন্য রইলো স্বর্ণপদক! পড়িয়ে দিবেন মাহী ফ্লোরা View this link ওরফে ক্যাচাল বুড়ির বোন! ব্লগবাসীকে ''ক্যাচাল বুড়ি'র '' শুভ দিনের শুভক্ষণে শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।