আমাদের কথা খুঁজে নিন

   

আজ মনটা অনেক ভালো

হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে।

আজ আমার মনটা অনেক ভালো , কারণ...!? কারণতো জানি না... এত কারণ খুঁজে কি হবে? আমার মন ভালো, আর কি চাই...!? মনের কাজ হলো কারণে অকারণে ভালো হওয়া, খারাপ হওয়া; জীবনটাই যেন অদ্ভুত আলো-আঁধারের খেলা। আমি কখনো মন ভালো থাকলে লিখতে বসি না। মন ভালোর সময় কি করে যে চলে যায় বলতেই পারি না। আর যখন একটু মন খারাপ হয় তখন সময়ের হিসাব করি।

এই অল্প সময়কে তখন অনেক দীর্ঘ মনে হয়। কত যে কি করি তার পরও সময় যেন ফুরায় না। গান শুনি, বই পড়ি, লেখালেখি করি, কিন্তু আঁধার ঠেলে আলো যেন বের হতে পারে না। আবার যখন আলোর প্রহরে আসি ভুলে যাই সময়ের হিসাব... তবে আমাদের জীবনে সুখের সময় অনেক বেশি আর কষ্ট খুব কম থাকে। কষ্ট না থাকলেতো সুখ অনুভব করতে পারতাম না।

কিন্তু আমরা সবাই দুঃখ-বিলাসী। দুঃখকে অনেক মনে রাখি, পুজা করি, দুঃখের কবিতা, গল্প লিখে বেড়াই। আমার লেখা পড়ে অনেকে প্রশ্ন করেন, “কি এত কষ্ট তোমার? এত কষ্টের লেখা লেখ কেনো?” আরে আমিযে সুখের সময়ের হিসাব জানি না। এত সুখের মধ্যে একটু আধটু কষ্ট আসলে ফুটে ওঠে, তাই কষ্ট নিয়ে লিখে যাই জীবনের গান। আমি কত স্বার্থপর তাই না...? সুখগুলো নিজের জন্য রেখে কষ্টগুলো আপনাদের মাঝে বিলিয়ে দেই... তাই আজ আর আপনাদের ঠকাচ্ছি না।

আমার প্রিয় গানগুলোর মধ্য থেকে কিছু আপনাদের জন্য দিয়ে দিলাম এখানে; যে গানগুলো আমি মন ভাল বা খারাপ থাকলে শুনি... হুমম... তবে আপনাদের পছন্দের গান দিয়ে যেতে ভুলবেন না. আমাকে আমার মতো থাকতে দাও Click This Link চল রাস্তায় http://www.youtube.com/watch?v=nyqUg_Voesk আজ এই বৃষ্টির কান্না দেখে http://www.youtube.com/watch?v=-nK-Syq2qcw& feature=related ওআকাশ প্রদীপ জ্বেলোনা Click This Link কখনো জানতে চেওনা । Click This Link একটা গোপন কথা Click This Link একলা লাগে http://www.youtube.com/watch?v=7rvY6E45KBY বৃষ্টি পরে Click This Link পৃথিবিটা নাকি http://www.youtube.com/watch?v=0zqVT6uakUk মেয়ে তুমি এখনো . Click This Link এক পায়ে নুপুর Click This Link তোমার জন্য Click This Link সরলতার প্রতিমা Click This Link স্বপ্ন বাড়িয়ে যদি Click This Link আমার ছিল বন্ধ কপাট Click This Link আমি আকাশ হবো Click This Link মন শুধু মন ছুয়েছে http://www.youtube.com/watch?v=6XxXXNxQTq4 . বলো ভালো আছোতো. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।