আমাদের কথা খুঁজে নিন

   

কাপালকিরে কন্যা



স্বপ্ন ময় সৌরভ, স্বপ্নময় ছন্দে ছন্দিত চারিদিক আমার চাহিদা গুলো নিমিষেই ছূটে যায় দূর থেকে বহুদুরে । ঝিম ধরা কড়া বাংলা মদের কথা বলছি না, বলছি না কোন সুন্দরী নারীর মাদকতাময় চোখের কথা আমি বলতে এসেছি পূর্নিমার চাঁদ আর স্বচ্ছ জলাভুমির উছলে পড়া সৌন্দর্যের কথা ,তাদের প্রণয় কাহিনী কিংবা তাদের ঢেউ খেলানো কোমরের কথা । "পরিপূর্ণ " শব্দটা তাদেরকেই মানায়, যেমন মানায় নির্জন বনে তপস্যারত কোন কাপালিকের পালিত কন্যাকে যাকে খুঁজছি যুগ থেকে যুগান্তর, প্রকৃতির নিঝুম কাননে পাহাড়ে , পর্বতে, সমুদ্রে কিংবা জনমানবহীন নির্জন বালুচরে । কষ্ট পাওয়া মানেই বেদনা নয়, প্রেম মানে নয় নিছক চাওয়া পাওয়ার হিসেব আমি কবি হতে চাইনা তাই কবিতা লিখছিনা লিখছি আমার একান্ত অনুভূতির কথা, যেখানে কোন কৃত্রিমতা নেই, নেই কোন যাত্রিকতার ছোঁয়া আছে শুধু মাদকতাময় প্রকৃতি, রাতজাগা পাখি, শেষ রাতের চাঁদ, স্নিগ্ধ রিমঝিম বাতাস আর খোলা চুলে প্রকৃতির পোশাকে কাপালিকের পালিত কন্যা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.