আমাদের কথা খুঁজে নিন

   

মার ঘুরিয়ে কেন বিশ্বকাপ ক্রিকেটের থিম সং?!!!!



আমার মনে হয় বিশ্বকাপ ক্রিকেটের থিম সং এর স্রষ্টারা (শংকর, এহসান, লয়) আগে থেকেই মনে হয় ধারনা করেছিল বা জানতো যে বাংলাদেশ বিশ্বকাপে কোন না কোন ম্যাচ-এ অতি জঘন্য Performance করবে এবং যার ফলশ্র“তিতে দেশের সাধারন জনগনের জাতীয় দলের খেলোয়াড়দের মার বা ধোলাই দিতে ইচ্ছা করবে। অর্থাৎ তাদের মার শুধু পশ্চাৎদেশেই নয় মার দিতে হবে সমগ্র শরীরে ঘুরিয়ে ঘুরিয়ে, Bcoz Every Inch Count!!!। সামনের ম্যাচটি অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে এবং তা হবে ইংল্যান্ড- এর বিপক্ষে দলের কাছে সাধারন জনগন জয় এর চেয়ে সম্মানজনক পরাজয় বা প্রতিযোগীতামুলক পরাজয় বেশী প্রত্যাশা করে, কিন্তু দল যদি সেই প্রত্যাশাটিও পুরোন না করতে পারে তবে আমরা এবার বলতেই পারি মার ঘুরিয়ে নয় মার ডুবিয়ে (বঙ্গপোসাগরে)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।