আমাদের কথা খুঁজে নিন

   

নারীদিবসে নারী ব্লগারদের ধন্যবাদ (কপি - পেষ্ট)

ভালো কে ভালো বলি।

নারীদিবসে নারী ব্লগারদের ধন্যবাদ 1 সুপ্রিয়া নারী ব্লগারগন সশ্রদ্ধ সালাম ও আন্তরিক শুভেচ্ছা নেবেন। আপনারা ব্লগকে যেভাবে সমৃদ্ধ করে রাখেন ও করে চলেছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। অন্যান্য ব্লগারদের সাথে আমিও সবিশেষ কৃতজ্ঞ। আপনারা সোনামনিদের খোঁজখবর দেন, নাম দেন, ছবি দেখান, ঘরোয়া কথা বলেন, রান্নার রেসিপি দেন, প্রয়োজনে পরামর্শ দেন, শুভদিনে শুভেচ্ছাবার্তা দেন, ইউটিউব লিংক দেন, ভাল গান, লেখা/ছবির লিংক দেন।

দুঃখের দিনে পাশে দাঁড়ান, জানান সহানুভূতি, দেশবিদেশের খবর বলেন, ভ্রমনকাহিনী শেয়ার করেন। সংসারের ব্যস্ত সময়ের ফাঁকে ফাঁকে এসব দিয়ে ছবিসহ নানাভাবে অবদান রেখে ব্লগকে সজীব, প্রানবন্ত করে রেখেছেন। নানান মন্তব্যের মাধ্যমে কতজনকে এগিয়ে নেন ও দেন। আশা করি, ভবিষ্যতেও আপনাদের এ ধরনের সহযোগিতা আমরা আরো পাবো এবং পেতে থাকবো। সমস্ত ব্লগারদেরও অজস্র ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।