আমাদের কথা খুঁজে নিন

   

২ প্রহরীকে খুন, ওষুধ কোম্পানির টাকা লুট

বৃহস্পতিবার সকালে শহরের সূত্রাপুর এলাকায় জুয়েলিক ফার্মার শাখা কার্যালয়ের গার্ড রুম থেকে দুই প্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, প্রহরী তাজুল (২৮) ও রাসেলকে (২৬) ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে তাজুলের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এবং রাসেলের বাড়ি গাইবান্ধায়।
জুয়েলিক ফার্মার শাখা ব্যবস্থাপক মাসুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭ টার দিকে সকালের পালার প্রহরী রমজান আলীর কাছে খবর পেয়ে অফিসে এসে তাজুল ও রাসেলের লাশ দেখতে পান তিনি।
দুজনকে হত্যার পর দুর্বৃত্তরা অফিসের হিসাব বিভাগের লকার ভেঙে প্রায় ১০ লাখ  টাকা লুট করেছে বলে জানান তিনি।


প্রহরী রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ওই দুজন ছাড়া অফিসে আর কেউ ছিল না। সকালে ডিউটি করতে এসে দেখি পকেট গেটটি খোলা। পাশের গার্ড রুমের দরজা খুললে দেখি তাদের রক্তাক্ত লাশ পড়ে আছে। ”
ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।