আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়ায় অবরোধে পারাপার ব্যাহত

বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কের মাওয়া পয়েন্টে অবরোধ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।  বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
এ সময় দেশের দক্ষিণাঞ্চলের ২৩ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই কিলোমিটার সড়কজুড়ে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন।
বুধবার রাতে মাওয়া ফেরি ঘাটে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছে, লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাওয়া ঘাটের ইজারাদার আশরাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে তাদের ‘ভাড়া’করা হয়েছিল।
গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে এই ‘ষড়যন্ত্রের’ মূল হোতাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পরে  মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) কুতুবুর রহমান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান জানান, গ্রেপ্তার ছয় জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.