আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আসল বিজয় কত দূর

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন

আজকে স্বাধীনতার ৪০ বছর পরেও আমাদের নিজেদের বিবেকের প্রশ্ন করতে হয় যে আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি। মনে তো হয় আমরা স্বাধীন হতে পারি। আমরা চিন্তা, চেতনা, মেধা, মননে স্বাধীন হতে পারি নি।

আমরা শিক্ষা,সংস্কৃতি প্রভৃতিও স্বাধীন হতে পারিনি এখনও। ব্রিটিশরা আমাদেরকে ২০০ বছর শাসন করেছে আর আমাদের পূর্ব-পুরুষরা তাদের গোলামি করেছেন। তার পরে দেশ পাকিস্তানের কাছে গিয়েছে । বহু ত্যাগ তিতিক্ষার পর দেশ স্বাধীন হলেও আমরা আমাদের নিজেদের স্ব্কীয়তা প্রকাশ করতে পারিনি। আজ আমাদের সংস্কৃ্তিতে চলছে নানা জাত পাতের সংস্কৃতির আগ্রাসন।

তাইতো ভাষার মাস,স্বাধীনতার মাসেও ভিনদেশি নর্তক,নর্তকীরা,গায়ক,গায়িকারা এসে সদম্ভে নেচে যায়। এক্ষেত্রে কার যেন কোন মাথাব্যথা নেই। সীমান্তে আমাদের ভাই বোনকে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু আমাদের সরকার যেন দায়হীন । তারা যেন দাদাবাবুদের তল্পিবহনকারী হিসেবে নিজেদেরকে চিরতরে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছেন।

আমরা এখন পর্যন্ত আমাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তিও খুজে পাইনি। এখনো আমাদের দেশের অধিকাংশ মানুষ বাস করছে দারিদ্রসীমার নিচে। সবার কাছে আমার প্রশ্ন আমরা মুক্তি পাব কবে?কবে আমরা পাব আসল স্বাধীনতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।