আমাদের কথা খুঁজে নিন

   

বহু সন্ধ্যা আমায় মিস করেছে অযথা।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
তখন একদিন আমি ব্যাগ নিয়ে কাঁধে বেরিয়ে পড়লাম তোমাদের রাস্তায়। অতঃপর হেঁটেছি বহু প্রান্তর বন বহুবাবার ডেকেছে ঘরে ফিরে আয়। বহুজন বলেছে আমি নাকি চোখের আড়াল বহু সন্ধ্যা আমায় মিস করেছে অযথা। আমি তবু হেঁটেছি হাজারো রোদের তলে হাজারো রাতের বুকে পেতেছি মাথা। আকাশ ভেঙ্গে কত বৃষ্টি ঝড়েছে আর কত বৃষ্টি এ চোখে গেলো বয়ে। মনের আগুন আর সূর্যের দাবানলে কতবার-কতবার গেলো এক হয়ে। আর যায়নি আমি ফিরে কোন দিন ঘরে পড়ে থাকা সেই চেনা বিছানায় হাঁটি আমি থামি না, যাব দূর গাঁয়। সবার পরিচিত সেই অজানায়। আমি তো ফিরিরি আর ফিরবও না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।