আমাদের কথা খুঁজে নিন

   

আরো জোরে দৌড়াতে চান বোল্ট

মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপে অংশে নেবার জন্য নিজেকে প্রস্তুত করছেন বিশ্বের দ্রুততম মানব বোল্ট। কয়েকদিন আগেই ডায়মন্ড লিগের লন্ডন মিটে ৯.৮৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়িয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই জ্যামাইকান।
বোল্ট মনে করেন ১০০ মিটারের রেকর্ড ৯.৫৮ সেকেন্ডের নিচে নামিয়ে আনা সম্ভব।
১০০ মিটারের এই রেকর্ড ভাঙা সম্ভব কিনা জানতে চাইলে বোল্ট সাংবাদিকদের বলেন, "হ্যা, অবশ্যই সম্ভব। তবে এর জন্য লাগবে একটা একেবারে নিখুঁত দৌড়; আবহাওয়াও অনুকূলে থাকতে হবে।

আমি যাতে তা করতে পারি এজন্য এখন শারিরীক অবস্থার উপর জোর দিচ্ছি। "
২০০ মিটার ১৯ সেকেন্ডের নিচে দৌড়ানো সম্ভব বলেও মনে করেন বোল্ট।
"২০০ মিটারের বিশ্ব রেকর্ডটা (১৯.১৯) আবার ভাঙতে পারলে আমি খুবই খুশি হব। আমি চেষ্টা করবো ১৯ সেকেন্ডের নিচে দৌড়াতে; পারলে তা হবে একটা বিশেষ কিছু। "
দক্ষিণ কোরিয়ার দেগুতে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ফলস স্টার্টের জন্য স্বদেশী ইয়োহান ব্লেকের কাছে শিরোপা খুইয়েছিলেন বোল্ট।

তবে সে হতাশা আগেই কাটিয়ে উঠিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা।
"আমি তা নিয়ে আর ভাবতে চাই না। তখন সেটা আমার জন্য খুবই হতাশার ছিল। কারণ তখন আমি খুবই ভালো অবস্থায় ছিলাম। দৌড়ালে আমি সোনা জিততে পারতাম।

কিন্তু তা এখন আমি পেছনে ফেলে এসেছি। তা থেকে শিক্ষা নিয়েছি। "
"এখন আমি কেবল মস্কোর উপর গুরুত্ব দিচ্ছি এবং নিজেকে প্রস্তুত করছি", যোগ করেন বোল্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।