আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামপন্থীরা কি করবে?

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com

তারা এর পক্ষে জনমত গঠন করবে এবং সরকারের প্রতি উপদেশদাতা ও চাপ সৃষ্টিকারী দল হিসাবে কাজ করবে। সরকারের ভাল কাজের প্রশংসা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে। তারা সর্বদা জনকল্যাণে কাজ করে যাবে। ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবে। সরকারী যুলুম সহ্য করবে ও মন্দ লোকদের গালি হযম করবে।

তথাপি জনবিচ্ছিন্ন হবে না। সকল কাজের লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। লক্ষ্যচ্যুত হ’লেই সে কক্ষচ্যুত নক্ষত্রের মত হারিয়ে যাবে জনান্তিকে। আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত দল কখনো জনগণের অন্তরে স্থায়ী আসন লাভ করতে পারে না ❖☛ মুরসির পতনে শিক্ষণীয় বিষয় এই যে, ইসলামী শাসন ইসলামী তরীকায় আসতে হবে। আর তা হ’ল, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পক্ষে জনগণের রায় গ্রহণ করা।

সেখানে যিনি খলীফা হবেন, তিনি সকল দল ও মতের লোকদের প্রতি ইসলামী নীতি অনুযায়ী সদাচরণ করবেন। সকলের দাবী-দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করবেন। আল্লাহভীতি ও আনুগত্যের দর্শনে সকলকে উদ্বুদ্ধ করবেন। বিদেশী চাপ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করবেন। দেশবাসী যদি তার আন্তরিকতা বুঝতে পারে, তাহলে তারা তার জন্য জীবন দেবে।

শত্রু-মিত্র সবাই তার প্রতি সহানুভূতিশীল হবে। এমতাবস্থায় বিদেশীরা চক্রান্ত করলেও ব্যর্থ হবে। আর নিহত হলেও তিনি হবেন ‘শহীদ’। জনগণের হৃদয়ে তিনি থাকবেন প্রেরণার উৎস হয়ে। ইসলামী নেতারা ইসলামের দিকে ফিরে আসবেন কি? আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন! সৌজন্যে - আত তাহরিক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.