আমাদের কথা খুঁজে নিন

   

সুদ খোরের ট্রেড মার্ক

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

অনেক দিন ধরেই একটি জিনিস খুজছি কিন্ত এর টেকসই কোন আইকন খুজে পাচ্ছিলাম না। কোরান-হাদিস এবং বিভিন্ন মনিষীদের বানীতে সুদ খোর সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং আখেরাতে তাদের পরিনতি কি হবে তাহাও বিষদ ভাবে উল্লেখ আছে । কিন্তু সুদ খোরের নিদ্দিষ্ট কোন ট্রেড মার্ক পাচ্ছিলাম না । ইদ্যানিং পত্রিকায় আমাদের দেশের কৃতি সন্তান ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে তাঁর গ্রামীন ব্যাংক ও পিছিয়ে পড়া জনগোষ্টিকে সহজ কিস্তিতে ঋণ প্রদান ও তাহা সুদসহ আদায়ের প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে আমার খোজ করা নির্ধারিত ট্রেড মার্কটি পেয়ে গেছি ।

সেটি হলো সুদুখোরের ট্রেড মার্ক হলো ড. মুহাম্মদ ইউনুস নিজে। তাঁর গ্রামীন ফতুয়াটিই হতে পারে সুদ খোরের নির্ধারিত আইকন। যেখানে গ্রোবাল বিশ্বে দেশের মানুষ অনেক বড় বড় ডিগ্রি নিয়ে, নাম জাদা প্রতিষ্ঠানে পড়ালেখ শিখে যেখানে ব্যবসায় পুজি থাটিয়ে তাদের মূল ধন ফিরিয়ে আনতে পারেনা। সেখানে একজন ইউনুস গ্রামের হত দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্টিকে পতিকি ঋণ দিয়ে সুদসহ তাঁর মুলধন ফিরিয়ে আনার অদ্ভুদ এক কৌশল আবিস্কার করে এ বিষয়ে নোভেল শান্তি পুরুস্কার পেয়েছেন তাহা আমরা সবাই জানি। এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতীয় বিপর্যয়ে তৃণমূল মানুষের কাছে কখনও আমরা দেখিনি।

অথচ তাকেই নাকি নোভেল কমিটি শান্তিতে পুরুস্কার দিয়েছে। এখনতো দিবালোকের মত পরিস্কার বুঝতে পারছি তার এই পুরুস্কারের পিছনে কোন এক মহাশক্তির স্পর্শ রয়েছে । আমার খোজ করা ট্রেড মার্কটি আমি পেয়ে গেছি । এই বিষয়ে আপনার মন্তর্ব কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।