আমাদের কথা খুঁজে নিন

   

আইন জানুন সচেতন হওন... B-

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।
৫৪ ধারায় গ্রেফতার_(সন্দেহভাজন হিসাবে আটক)-- ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ সালের আইন অনুযায়ী, যখন পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারেঃ- প্রথমত,কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোন ব্যাক্তি অথবা এইরুপে জড়িত বলে যার বিরোদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য খবর পা্ওয়া গিয়েছে অথবা যুক্তিসংগত সন্দেহ রয়েছে। দ্বিতীয়ত, আইন সংগত অজুহাত ব্যতীত যার নিকট ঘর ভাঙার সবন্জাম রয়েছে সেইরুপ ব্যক্তি। তৃতীয়ত, এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী বলে ঘোষনা করা হয়েছে। চতুর্থত, চোরাই বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে; এইরুপ মাল যার নিকট রয়েছে এবং যে এইরুপ কোন অপরাধ করেছে বলে যুক্তিসংগত সন্দেহ করা যেতে পারে।

পচ্ঞমত, পুলিশ অফিসারকে তার কাজে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসংগত হেফাজত থেকে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে। ষষ্ঠত, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী বলে যাক যুক্তিসংগত বাবে সন্দেহ করা যেতে পারে। সপ্তমত, বাংলাদেশে করা হলে অপরাধ হিসাবে শাস্তিযোগ্য হত;বাংলাদেশের বাইরে কৃত এইরুপ কোন কাজের সাথে জড়িত ব্যক্তি অথবা এইরুপ জড়িত বলে যার বিরোদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য খবর পা্ওয়া গিয়েছে অথবা যুক্তিযোগ্য সন্দেহ রয়েছে,এবং যার কারনে সে প্রত্যর্পণ কোন আইন অথবা ১৮৮১ সালের পলাতক অপরাধী আইন অনুসারে অথবা অন্য কোনভাবে বাংলাদেশে গ্রেফতার হতে অথবা হেফাজতে আটক থাকতে বাধ্য। অষ্টমত, কোন মুক্তি প্রাপ্ত আসামী যে ৫৬৫ ধারার(৩) উপধারা অনুসারে নিয়ম লংগন করে(পূর্বে দন্ডিত) । নবমত, যাকে গ্রেফতারের জন্য অপর কোন পুলিশ অফিসারের নিককট হতে অনুরোধ পা্ওয়া গিয়েছে; যদি যাকে গ্রেফতার করা হবে তার এবং যে অপরাধে অথবা অন্য যে কারনে ড়্রেফতার করা হবে সে সর্ম্পকে উক্ত পত্রে সুস্পষ্ট তথ্য থাকে এবং তা হতে প্রতীয়মান হয় যে,যিনি অনুরোধ পত্র প্রেরণ করেছেন,সেই অফিসার উক্ত ব্যক্তিকে আইনসংগত ভাবে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারেন।

---------------------------------------------------------- ------------------- বর্তমান ধারায় বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ব্যক্তিকে কখন কখন গ্রেফতার করতে পারে তার বিধান দেয়া আছে । এতে মনে হয় পুলিশ অফিসারের কাছে বিপুল ক্ষমতা দেয়া আছ যার মাধ্যমে তারা চাইলেয় দুর্নীতি করতে পারে! শুধুমাত্র সন্দেহের বশীভুত হয়ে তারা বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারেন,তবে সন্দেহ যুক্তি সংগত হতে হবে । খামখেয়ালীভাবে কা্উকে গ্রেফতার করা যাবে না। সঠিকভাবে আইন না জানার কারনে অনেকেয় ভুগান্তির স্বীকার হয় তাই আইন জানুন. ----------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।