আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের ভণ্ডামির চালচিত্র পর্ব-২, "তাফহিমুল কোরআন" কোরআনের অর্থ পরিবর্তনের অপচেষ্টা মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি'র ফতোয়া "মউদুদির অনুসারীদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না।"

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ছোট বেলায় শিবিরের পোলাপাইনরা জোর কইরা নামাজের পর মসজিদে বসাইয়া রাখত মউদুদির "তাফহিমুল কুরআন" থেইকা পাঠ হইত জোরে-শোরে একদিন শিবিরের এক বড় ভাই জোর কইরা কয়েকটা বই ধরাইয়া দিল "ইসলামী ছাত্র শিবিরের মূলনীতি" "আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই" "তরুণ তোমাকে বলছি" ভুল মানুষকে টার্গেট করসিল বেচারারা, আমি বাসায় আইসা সবগুলা রেফারেন্স cross-check করতাম, ৯০% ক্ষেত্রে দেখা যাইত আয়াত গুলা মিস-কোটেশন মানে হইল সূরার মাঝখান থেইকা হঠাৎ একটা আয়াতের অংশ বিশেষ নিয়া আইসা নিজের সিদ্ধি সাধনের প্রচেষ্টা । তো এই বই গুলা নিয়া একটা সিরিজ লেখার ইচ্ছা আছে এই বই গুলাই মূলত শিবিরের পোলাপাইনরের জেহাদী চেতনায় উদবুদ্ধ করে যেমন তাফহিমুল কুরআনের সূরা আল -কাফিরুনের ৬ নাম্বার আয়াতের অর্থ "তোমার জন্য তোমার দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন"(surah 109:6) সূরার ব্যাখ্যায় মউদুদি সাহেব (উল্ল্যেখ্য এই বইয়ের অনুবাদকঃ অধ্যাপক গোলাম আযম) বলেছেন "ইসলাম সম্পর্কে অজ্ঞ একশ্রেণীর আধুনিক শিক্ষিত মানুষ এ সূরাটিকে এর ঠিক বিপরীত উদ্দেশ্যে ব্যাবহার করতে চেষ্টা করে 'প্রত্যেকে যার যার ধর্ম নিয়ে শান্তিপূর্ণ জীবন যাপন কর', 'একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করো না' ইত্যাদি অর্থ তারা এ সূরার মাধ্যমে আবিস্কার করার চেষ্টা চালায় ....... কিন্তু এ ধরনের বক্তব্য এই সূরায় নেই" উপরে মউদুদির বক্তব্য উস্কানি-মূলক, উনি নিজেও আধুনিক শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় পড়েননি এমনকি আরবিও জানতেন না (!) জি পাঠক মউদুদি আরবি জানতেন না তাফহিমুল কুরআনের উর্দু সংস্করণে মউদুদি নিজেই স্বীকার করেন যে তিনি আরবি জানেন না বরং "ইউসুফ আলীর" ইংরেজি অনুবাদ থেকে উনি অনুবাদ করেছেন ! ! কি চমৎকার আরবি জানেন না অথচ কোরআন অনুবাদ করেন ! ! কোরআন নিয়ে এমন ধৃষ্টতা সম্ভবত এখন পর্যন্ত কোন মুসলমান দেখায়নি বন্ধুরা আমরা জানি কোরআনে সূরা বাকারাঃ২৫৬ পরিস্কার বলা আছে "দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি নাই, সত্য দিবালোকের মত প্রতিষ্ঠিত" (surah 2:256) এই আয়াতে তো পরিস্কার বোঝা যাচ্ছে "একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করো না" সূরা আল -কাফিরুনের ৬ নাম্বার আয়াত কিংবা সূরা বাকারার ২৫৬ নাম্বার আয়াত শান্তি পূর্ণ সহ অবস্থানের কথাই বারবার বলছে কিন্তু মউদুদি সব সময়ই উস্কানি-মূলক বক্তব্য দিয়ে কোরআনের আয়াত ইচ্ছামত অনুবাদ করে অমুসলিমদের সাথে দাঙ্গা-ফ্যাসাদ লাগানোর চেষ্টায় কাজ করে গিয়েছে জীবনভর, তার এবং তার প্রতিষ্ঠান জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য একই । সারা পৃথিবী ব্যাপী কমপক্ষে ৩২ টা ফতোয়া রয়েছে মউদুদির বক্তব্য কে হারাম ঘোষনা করে প্রখ্যাত মুফাসসিরে কোরআন "আল্লামা আশরাফ আলী থানভি" (আমাদের দেশের maximum কোরআনের অনুবাদক) কিংবা দেওবন্দের "মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি" (তাবলীগের আমির ছিলেন) পর্যন্ত তার সমালোচনা করেছেন মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি তার ফতোয়ায় বলেছেন "মউদুদির অনুসারীদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না।"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.