আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত নদীর পাপ...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
যুদ্ধ শেষে নদীটাও বিভ্রান্ত এখন আকাশ গালে মেখে তার বৃষ্টি হবার কথা ছিল শিশুর লালে তার গড়িয়ে পড়ার কথা ছিল মায়ের চুলে তার ঝরে পড়ার কথা ছিল। মধুমিতা দুপুর হলেই ছাদে যায় মাড় কড়কড়ে শুকনো কাপড় তুলে নিতে। সেই রমনী মাঝ দুপুরে রোদের সাথে মিশে যায় কচি লাউয়ের ডগার মত.. দুর গগনে গন্ধ শোঁকে বাতাসে- নদী তার শরীর গিলেছে, যোনীতে নিয়েছে সেই পুরুষের লাশ। যুদ্ধ ফেরত মানবগুলো টুকরো কাঁচের মত, যদি এমন হত,যুদ্ধ শেষে ফিরত সবুজ পুরুষ! যুদ্ধ জ্বলা তারা যদি বৃষ্টি হয়ে যায়, গড়িয়ে পড়ে লালে,মুঠো হাতের চুড়িতে চুল ছুঁয়ে যায় পাকানো গামছায়... তবে বিভ্রান্ত নদী পাপমুক্ত হবে। কিন্তু রমনী দুপুর হলেই সেই ঝাঁঝালো গন্ধ পায়, আজীবন তার গন্ধ পাবে! অ:ট: এই ছবি দুইটা আমার নিজের অনেক পছন্দের।আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।