আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৬৪ (সাইলেন্ট মিরাকল)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজ আমি দৃকে সৌমিত্র দত্তের একক চিত্রপ্রদশর্নী “সাইলেন্ট মিরাকল” দেখতে গিয়েছিলাম। আমি উনার সম্পর্কে তেমন কিছুই জানতাম না এমনকি কখনো উনার নামও শুনি নি। হতে পারে এটি আমার অজ্ঞতা। আমি গিয়ে প্রচন্ড ‍মুগ্ধ হলাম এবং উনার আলোক চিত্র অভিজ্ঞতা বৃত্তান্ত পড়ে বুঝতে পারলাম উনি মূলত ল্যান্ডস্কেপ ও এ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি বেশী করে থাকেন। আমি মুগ্ধ হয়ে প্রতিটি ছবি দেখেছি।

আমার খুব ভালো লেগেছে প্রতিটি ছবির ব্যালেন্সিং। যেমন একটা ছবি ছিল ‘রেইন এ্যাপ্রোচিং’ যেটি উড়িষ্যাতে তোলা সেখানে দারুন একটা বৃষ্টির মুহূর্ত পেলাম সেখানে দেখলাম বৃষ্টির সাথে জলে একটা সম্পর্ক প্রাধান্য দিয়ে ৫০:৫০ আনুপাতিক পদ্ধতিতে ছবি ব্যালেন্স করা হয়েছে আকাশ মেঘ পাহাড়কে ৫০ ভাগে রেখে বাকি ৫০ ভাগ রাখা হয়ে ধানের জমির জন্যে। খুবই দারুন একটা ব্যালেন্সিং। যা একটা মুর্হূতকে প্রানবন্ত করে তুলেছে। এছাড়া বেশী ভাগ এ্যাবস্ট্রাক্ট ফটোগুলো তোলার সময় গোল্ডেন টাইমকে কাজে লাগানো হয়েছে।

এখানে আমি একটা বিষয় শিখলাম একটা ল্যান্ডস্কেপের কম্পোজিশনের ক্ষেত্রে মূল বিষয় কতটুকু অনুপাত প্রাধান্যভাবে। এখানে একটা ফটো নমুনা দিলাম : http://www.soumitradatta.com/pn09.html ২রা মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৪/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।