আমাদের কথা খুঁজে নিন

   

সমকাল-কীর্তন


এ এমন সমকাল দেখে মনে হয় পরকাল দোযখের আগুনে পুড়ছে সবাই দোযখের আগুন গায় একলা শকুন এই বৈজ্ঞানিক প্রগতির গালে থু এই কসাইখানা রাষ্ট্রের গালে থু এই মুদির দোকানী জাতিসঙ্ঘের গালে থু এ এমন সমকাল দেখে মনে হয় জীবনের আকাল নিজের বানানো খাঁচায় সিংহ সবাই নিজের আড়ালে খোঁজে আড়াল সবাই এই মৃতের মিছিলে শুনি নিঃশব্দ চিতকার এই জীবিতের চিতায় নাচে আত্মজ আগুন এই সর্বংসহা চুপ করে থাকা মানুষের গালে থু সভ্যতার রংখসা দেয়ালে তুমি ,আমি লেপ্টে আছি যেন মুছে যাওয়া কোন দেয়াল লিখন তোমার আমার সময়ের শিরার ভেতরে যে রক্তের রং বলে আমাদের সবার নাম এক সেই রক্তে আবার ভরুক দেয়াল সেই রক্ত হোক আবার দেয়ালে দেয়ালে ফুটে ওঠা ফুল আমরা তারপর গান গাবো সমকালের দেয়ালে দেয়ালে আমরা আঁকবো , আমরা বলবো , " এই সেই সুর্য রং-এর সকাল" আসুক সেই সমকাল দেখে মনে হবে এটা সেই সকাল সকাল নয় যেন আকাশে উড়ন্ত এক শিশুর খেলনা আর শিশু নয় যেন আমাদের দেহের ভেতরে সবুজ বাগান সেই সমকালের গালে সবুজ রাক্ষসের চুমু সেই সমকাল আমার প্রিয়তমা সেই প্রিয়তমা হলো আমার পৃথিবীর পরিত্রান
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।