আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার প্রোগ্রামার ভাইদের প্রতি আবেদন

সাধারণেই আমি অসাধারণ

আমি একদম নতুন কম্পিউটার প্রোগ্রামার। মানে এখন নাক টিপলে দুধ বের হবে। আমি প্রোগ্রামের নানা নিয়ম সম্পর্কে জানছি। কিন্তু আমার সমস্যা প্রোগ্রাম অনুশীলন করা নিয়ে। কোন ওয়েব সাইটের কথা আপনাদের জানা আছে কিনা যেখানে আমি নানা প্রোগ্রাম সমস্যা পাব সমাধান সহ? মানে একটু খুলে বলি।

hsc/ssc তে আমরা যে গণিত করতাম। সেগুলো practise করতে করতে অনেকটা পাকা হয়ে যেতাম। কোন অঙ্ক না পারলে সমাধানের সাহায্য নিতাম। এভাবে গণিত করতাম। আমি মনে করি প্রোগ্রামিং গণিতের মত।

তাই সমাধান চাচ্ছিলাম। যাতে সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব, কিন্তু যদি আটকে যাই সেক্ষেত্রে সমাধানের সাহায্য নিব। আর E. Balagurusami এর Programing in ANSI C বইটার প্রতিটি অধ্যায় এর শেষে বেশ কিছু অনুশীলনী দেয়া আছে। এর সব অনুশীলনীর সমাধান কোথায় পাব? এই বইয়ের কি কোন সমাধান বই আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.