আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহুর্তে উৎপাত শুভ্রর লেখা এনে সামুতে স্টিকি করা হউক!!

সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...

সামুর কাছে একটি মানবীয় আবেদন, প্রথম আলুর বিশ্বসেরা (??!!) কীড়া ছাংবাদিক উৎপাত শুভ্রর লেখা সামুতে এনে স্টিকি পোস্ট হিসাবে এনে দেয়া হোক। তার লিখা পড়লে মনে হয় বাংলাদেশ দলই একমাত্র শিরোপার দাবীদার এবং এই সব ৫৭ ~ ৫৮ রানে হার হলো খারাপ দিনে। প্রকৃত অর্থে বাংলাদেশ এখনও কোনও মান সম্পন্ন দলে পরণত হতে পারে নাই এবং আমি বলবো তার এক কারন হলো বাংলাদেশের মিডিয়া। তারা কোন গঠনমূলক সমালোচনা না করে সর্বদা উসকানিমূলক সংবাদের চর্চা করেছে। আশরাফুল কে কেন নেয়া উচিত, খেলা সন্মন্ধে বিন্দুমাত্র ধারণা না নিয়ে সর্বদা দামামা বাজায় গিয়েছে। আজকের এই হার কোন আকস্মিকতা নয়, বরঞ্চ আমাদের আরো সাবধান হওয়া উচিত ছিলো। আমরা আয়ারল্যান্ড কে হারিয়েছি কপালে জোরে, বরং আমাদের সেই খেলা থেকে শিক্ষা নিয়ে আরো প্রস্তুতি নেয়া উচিত ছিলো। তা না করে আমরা প্রতিশোধ প্রতিশোধ বলে চিল্লায় গেছি , আর প্রতিশোধ নেবার পড়ে ডিম পাড়া মুরগীর মত ঝিমায় গেছি, যেন একটা জয় দিয়েই আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, আর এই ব্যাপারে বড় ভূমিকা পালন করেছে মিডিয়া। বাংলাদেশ দল যদি এখনও ভুল থেকে শিক্ষা না নেয়া এবং মিডিয়ার কথা নিয়ে মিথ্যা অহমিকায় ভোগে, তাহলে সামনে আরো করুন পরিণতি অপেক্ষা করছে, একথা সহজেই অনুমেয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।