আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো অনুকাব্য

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া !

তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। এই গান শুনে আজ আর আমার ঘুম আসে না। কবিতায় বলেছিলে, স্বপ্ন রাতে তুমি আসবে কাছে। হেহ, আর আজ আমি-তুমি হাজার মাইল দুরে। তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব।

বন্যতা আর অনুভব, দুটোই আজ গায়েব। নহে নহে প্রিয়, এ নয় আঁখি জল। ঠিক ঠিক, এ নয় আঁখি জল। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি। উহুঁ, বৃষ্টিতে বহুঁ ভিজেছি।

গান গাই আমার মনকে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাওয়া ছেরে দিছি, মন কে বেধেঁ রাখছি। জয় বাবা শংকর, গা** খায়া ধং কর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।