আমাদের কথা খুঁজে নিন

   

কি এবং কী এর ব্যবহার (বাংলা ব্যাকরণীয় পোস্ট)

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব।

ব্লগ এবং বই পড়তে গিয়ে প্রায়শই 'কি' এবং 'কী' এর ব্যবহারের ভুল দেখে আমার একটা কথা মনে হয় যে আমরা ইংরেজী ব্যাকরণ যতটা গুরুত্ব দিয়ে শিখি বাংলা ব্যাকরণ মোটেই তত গুরুত্ব দিয়ে পড়ি না। অনেক প্রতিষ্ঠিত নামজাদা ব্লগার ও লেখকদেরও এই ভুলটা করতে দেখি। দেখে আফসোস হয়। আসুন সহজেই শিখে নিই এ শব্দদুটোর ব্যবহার।

নিচের বাক্যগুলো পড়ুন..... ১. তুই কি জানিস রাতুলের ভাল নাম কী? ২. বায়ুর উপাদান কী কী? ৩. কী সুন্দর ফুল! ৪. তুমি কি কাল ঢাকা যাবে? আশা করি বাক্যগুলো দিয়েই 'কি' এবং 'কী' এর পার্থক্য মোটামুটি ধরতে পেরেছেন। একেবারে জলবৎতরলং। যেসব প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ বা না দিয়ে প্রকাশ করা সম্ভব বা হয় সেসব প্রশ্নের ক্ষেত্রে 'কি' ব্যবহৃত হয় অন্যসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হয়। বিস্ময় প্রকাশে 'কী' ব্যবহৃত হয়। হয়ে গেল।

অনেককিছু শিখলেন। এবার পেমেন্টের ব্যবস্থা করেন। *যারা বাংলা ব্যাকরণ শিখবেন না তাদের জন্যঃ সকল auxiliary verb (am, is, are, was, were, have, has, had, will, shall, do, did ইত্যাদি) দিয়ে শুরু হওয়া প্রশ্নবোধক বাক্যের অর্থ করে যে বাক্যটি গঠিত হবে তাতে 'কি' বসবে এবং what দিয়ে শুরু বাক্যের ক্ষেত্রে 'কী' হবে। বি.দ্র: ভুল লিখতে গিয়ে ভুল করাটাও ব্লগে বেশ চোখে পড়ে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।