আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্য পরিষদ: অবৈধ করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত

furamoon@gmail.com

পার্বত্য পরিষদ: অবৈধ করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত ঢাকা, ৩ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন ও পার্বত্য জেলা পরিষদ গঠনকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রসঙ্গত, এশটি রিট মামলার প্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ১২ এপ্রিল শান্তি চুক্তির আওতায় পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন ও পার্বত্য জেলা পরিষদ গঠনকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে। ওই রায়ে বলা হয়, এ পরিষদ বাংলাদেশের একক চরিত্র ধ্বংস করেছে।

তবে রায়ে শান্তিচুক্তিকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আগের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করে সরকার। শান্তি চুক্তির আওতায় আইন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। এদিকে শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। পরে সুপ্রিমকোর্টের আইনজীবী তাজুল ইসলাম অপর রিট আবেদনটি দায়ের করেন।

পরে পার্বত্য জেলা পরিষদ ও রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। শুনানি শেষে আজ আদালত লিভ মঞ্জুর করে উপরোক্ত আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। পার্বত্য আঞ্চলিক পরিষদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন। মুল রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

(শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/টিএইচ/১২:৩৬ঘ) সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.