আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ ও ডা: ইমরাণ এইচ সরকারের কথোপোকথন (কাল্পনিক)

মেঘ: ইমরান ভাইয়া তুমি একটু আমার হয়ে আমার মা বাবা হত্যার বিচার চাওনা। তোমাদের পেছনে তো সারা দেশ আছে, শুধু তুমি চাইলেই হবে! ইমরান: খোকা, আমরা এখন ভূগোল পরীক্ষা দিচ্ছি। তুমি এখন সোশ্যাল সাইন্স পরীক্ষা দিতে বললে কেমনে হবে? মেঘ : কিসের পরীক্ষা ? বুঝলাম না ভাইয়া! (এক বিষয়ে এতদিন ধরে পরীক্ষা ! তুমি না ভালো ছাত্র !) ইমরাণ : আরে এখন আমরা ৭১ এর গনহত্যরা বিচার চাইতেছি। অন্যকারো হত্যার বিচার চাওয়া এখন সম্ভব না! মেঘ : কিন্ত ভাইয়া, তোমরা তো রাজিব ভাইয়া হত্যার বিচার চেয়েও আল্টিমেটাম দিয়েছিলে। রাজিব ভাইয়া তো আর ১৯৭১ এ মারা যায় নাই? ইমরাণ : অফ যা, তুই রাজাকার তুই রাজাকার ! (বিড়বিড় করে) (একজন অনলাইন এক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত ও সম্পাদিত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।