আমাদের কথা খুঁজে নিন

   

ড.ইউনূস বিষয়ে কূটনীতিকদের জানাবেন অর্থমন্ত্রী



আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কাছে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ব্যাপারে নানা ব্যাখ্যা তুলে ধরবেন অর্থর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুহাম্মদ ইউনূস বিষয়ে যে বৈঠক ডাকা হয়েছে, অর্থমন্ত্রী তাতে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা ও দাতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। গতকাল বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দাতা সংস্থা ও দূতাবাসগুলোর কাছে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়েছে। সূত্র জানায়, অর্থমন্ত্রীর পক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী চিঠিটি পাঠিয়েছেন। মুহাম্মদ ইউনূসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন বা বক্তব্য থাকলে বৈঠকে উত্থাপনের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, বৈঠকে উত্থাপিত ইউনূস-বিষয়ক সব প্রশ্নেরই জবাব দেবেন অর্থমন্ত্রী। সূত্র জানায়, পররাষ্ট্রসচিব, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, জাপান, নরওয়ে, সুইডেন, কানাডা, ইংল্যান্ড, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের দূতাবাসের কাছে চিঠি পাঠানো হয়েছে। সূত্র জানায়, চিঠিতে অর্থমন্ত্রীর বক্তব্য উদ্ধৃতি আকারে উল্লেখ করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। দাতা সংস্থা ও দূতাবাসগুলোকে বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘আমি আপনাদের অবহিত করছি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলেছে। ’ অর্থমন্ত্রী আরো বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্যাপারে যদি আপনাদের কোনো আগ্রহ বা সংশ্লিষ্টতা থেকে থাকে, তাহলে বৈঠকে উত্থাপন করতে পারেন।

আমি আপনাদের যেকোনো প্রশ্নের জবাব ও ব্যাখ্যা দেব। ’ clik here

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।