আমাদের কথা খুঁজে নিন

   

" স্যার, নো সেক্স ইন দিস "-

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।

আনন্দ নগরী ব্যাংকক । শুনেছিলাম দিনের ব্যাংককের চেয়ে রাতের ব্যাংকক অনেক বেশী রঙীন আর আকর্যর্নীয় । ( শোনা কথা ) তো ২০১০ এর জুলাইতে অফিসের কাজে ব্যাংকক যেতে হয়েছিল । দিনের বেলা পুরোটা সময় ব্যস্ত থাকতে হত আমাদের ব্যাংকক অফিসে , ছাড়া পেতাম সেই সন্ধ্যার পর ,নগরী যখন লাস্যময়ী ।

ব্যাংককের যে বিয্য়টা আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটা হল এরা শপিংমল,দোকানপাট রাত নয়টার ভিতর বন্ধ করে দেয় । ( চাট্টিবাট্টি গোল ) শুধু সেভেন ইলাভেন নামের একটা চেইন ডেপার্টমেন্টাল স্টোর খোলা থাকে রাত দিন ২৪ ঘন্টা । ব্যাংকক বিখ্যাত তার ম্যাসাজ আর সেক্স ইন্ডাস্ট্রির জন্য । কত রকমের ম্যাসাজ যে আছে .... এর মধ্যে সবচেয়ে ভদ্র হল ফুট ম্যাসাজ ( বৃক্ষ তোমার নাম কী , ফলে পরিচয় ) ওদের ম্যাসাজ নাকি জগৎ বিখ্যাত । ইউরোপ , আমেরিকা থেকেও নাকি এই কামে লোকজন আসে এইখানে ।

( শোনা কথা ) ট্যাক্সিতে উঠলে সব ড্রাইভারই আপনাকে বলবে " আমি একটা ভাল নিরিবিলি জায়গা চিনি যেখানে তুমি রিলাক্স মুডে ম্যাসাজ, সাওয়ার আর সেক্স করতে পারবা,নিয়ে যাব ?? ) সাথে কমন একটা পোস্টকার্ড দেখাবে । ঘুরেফিরে একই রকম পোস্টকার্ড সব ট্যাক্সি ড্রাইভারের কাছে । তো সেই ব্যাংকক যাব আর ম্যাসাজের ব্যাপারটা চেক করব না তাই কী হ্য় । আমি আমার হোটেলের আশেপাশে হাটাহাটি করে বেশ করেকটা ম্যাসাজ পারলার পেয়ে গেলাম । যেহেতু আমি একা তাই ভাবলাম কী দরকার এখানে যাবার হোটেলেই তো ব্যবস্হা আছে ।

যাই ভাবা সেই কাজ , ঘরের ছেলে ঘরে -মানে, হোটেলে ফিরে আসলাম । ব্যাংককের বেশকিছু হোটেলের লবিতে সেক্সওয়ারকার পাওয়া যায় আবার বাইরে থেকেও হোটেল রুমে নিয়ে যাওয়া যায় । ( সবই শোনা কথা ) । অল্প কিছু ভাল মানের হোটেল আছে যারা এই সব এ্যলাও করে না । আমি ছিলাম " ফোর উইংস" হোটেলে ( আফিস থেকে বুকিং দেওয়া ) এটি বেশ ভাল মানের আর এই সব এ্যালাও করে না ।

যাইহোক , রুম সাভিসের কাছে জানতে চাইলাম বিযয় আসয় ,ঐ বেটা কী বুঝল কে জানে , সে বেশ জোর দিয়ে বলল " স্যার, নো সেক্স ইন দিস হোটেল" দেশ ফিরে এসে যখন আমার ইয়ে কে এই ঘটনা বললাম প্রথমে শুনে বেশ হাসল , একটু পর গম্ভীর হয়ে বলল " তুমি আসলে কী জানতে চাইছিলা ঐ লোকের কাছে ??? "


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।