আমাদের কথা খুঁজে নিন

   

মগজ খাটিয়ে বুদ্ধি বাড়ান আর সেইসঙ্গে জিতুন বিরাট বড় পুরুষ্কার



প্রবাসী মজুমদার ভাই পাত্রী দেখতে গেছেন। পাত্রীর নাম সেতু। ওরা তিন বোন মিতু, সেতু ও জিতু। মিতু সবার বড়, সেতু মেঝো এবং জিতু হল সবার ছোট। তারা ট্রিপলেট, দেখতে অবিকল একই রকম কিন্তু তাদের মাঝে পার্থক্য হল মিতু সব সময় সত্য কথা বলে, সেতু সব সময় মিথ্যা কথা বলে এবং জিতু কখনো সত্য কখনো মিথ্যা কথা বলে।

প্রবাসী মজুমদার ভাই যখন পাত্রী দেখতে গেছেন তখন তারা তিনজন তিনটি চেয়ারে বসা ছিল। যিনি সবার বাম পাশে বসা ছিল প্রবাসী মজুমদার ভাই তাকে প্রশ্ন করলেন " মাঝে যিনি বসে রয়েছেন তার নাম কি?" সে উত্তর দিল "তার নাম মিতু" যিনি সবার মাঝে বসা ছিল তাকে প্রশ্ন করলেন "আপনার নাম কি?" সে উত্তর দিল "আমার নাম জিতু" যিনি সবার ডান পাশে বসা ছিল তাকে প্রশ্ন করলেন "মাঝে যিনি বসে রয়েছেন তার নাম কি?" সে উত্তর দিল "তার নাম সেতু" তিনি একই প্রশ্ন তিনজনকে করলেন এবং তিনটি ভিন্ন উত্তর পেলেন। উত্তর শুনে উনার মাথা চক্কর দিতে লাগল। এখন আমাদের প্রবাসী মজুমদার ভাইকে সাহায্য করুন বলুনতো এখানে কার কি নাম? প্রবাসী মজুমদার ভাই বিয়ের ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত, এখানে যদি উনি পাত্রী খুজে না বের করতে পারেন তাহলে উনার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকের সঠিক উত্তরদাতার জন্য রয়েছে ৪০ লক্ষ টাকা অথবা একটি ফ্লাট বাড়ি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।