আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে দামি টেলিভিশন ।

মামুন বিশ্বাস

প্রেস্টিজ এইচডি সুপ্রিম গোল্ড বর্তমান বিশ্বের সবচেয়ে দামি টেলিভিশন হিসেবে স্বীকৃত। ১৫ লাখ পাউন্ড বা ২৩ লাখ ডলার মূল্যমানের এ টেলিভিশনটির নির্মাতা সুইজারল্যান্ডের বিলাসবহুল টেলিভিশন নির্মাতা কম্পানি প্রেস্টিজ এইচডি। ৫৫ ইঞ্চি স্ক্রিনসমৃদ্ধ বিশ্বের সবচেয়ে দামি এ টেলিভিশন নির্মাণে ব্যবহৃত হয়েছে ১৮ ক্যারেটের ২৮ কেজি সোনা। এ ছাড়া সৌন্দর্য বর্ধনে টেলিভিশনটির চারদিকে ব্যবহৃত হয়েছে ৭২টি হীরক খণ্ড। খুব সীমিত পরিসরে তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি এ টেলিভিশনটি গত বছর বাজারে আসে। এর আগে প্রেস্টিজ এইচডি কর্তৃক নির্মিত ১০ লাখ পাউন্ডের একটি টেলিভিশন বিশ্বের সবচেয়ে দামি টেলিভিশন হিসেবে স্বীকৃত ছিল, যা তৈরিতে ব্যবহৃত হয়েছিল ২২ ক্যারেটের সোনা ও ৪৮টি হীরক খণ্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.