আমাদের কথা খুঁজে নিন

   

ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি

Service of The people.

নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক এক ফ্যাক্স বার্তায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার পত্রটি পাঠিয়েছে বলে জানা গেছে। একটি বিশ্বস্ত সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালন আইনগতভাবে বৈধ নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে ওই চিঠি পাঠানো হয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন মতে গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা অনুসারে অবসর গ্রহণের বয়স ৬০ বছর। মুহাম্মদ ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হলেও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে অনির্দিষ্ট মেয়াদে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল ছিলেন। এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক বলেছে, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়। প্রসঙ্গত, খন্দকার মোজাম্মেল হককে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করার আগে এই দায়িত্বে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব তবারক হোসেন।

গত ৩১ ডিসেম্বর তবারক হোসেনের মেয়াদ শেষ হলে সরকার মোজাম্মেল হককে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। সরকারের পক্ষ থেকে আরও দুজনকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়। এদিকে গতকাল মঙ্গলবারও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইউনূসের পদে থাকা না-থাকার বিষয়ে কিছু বলতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ড. ইউনূস বিষয়ে খোলাসা করে কিছু বলার মতো সময় এখনো আসেনি। তবে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পেয়েছি।

এটি নিতান্তই আইনি বিষয়। ’ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গ্রামীণ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরে যাওয়ার উপদেশ অযাচিত ও দুরভিসন্ধিমূলক। সরকারের উচ্চমহলের সাম্প্রতিক কথাবার্তায় সবাই বুঝতে পেরেছে যে ইউনূসের চরিত্রহননের জন্য তারা উঠেপড়ে লেগেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.