আমাদের কথা খুঁজে নিন

   

কেন এ গ্রুপ না হয়ে বি গ্রুপ বাংলাদেশের জন্য ভালো।



অনেকেই বলছে এই বিশ্বকাপে এ গ্রুপে অনেক দুর্বল দল খেলছে। সেই দিক দিয়ে বি গ্রুপে বেশী শক্তিশালী দলগুলো খেলছে। এটি হয়ত এজন্য বলছে যে এ গ্রুপের নীচের দিকের ৩টি দলের (জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া) চেয়ে বি গ্রুপের জুনিয়র (আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়সে) ৩টি দল (বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড) বেশী শক্তিশালী। সেজন্য অনেকেই ভাবছে যে বাংলাদেশ যদি এ গ্রুপে খেলত তাহলে ভালো হতো। আমি কিন্তু সেটি মনে করি না।

কারন এ গ্রুপে খেললেও আমাদের একটি শক্তিশালী দল যেমন নিউজিল্যান্ড বা পাকিস্থানকে হারাতে হতো। সেদিক দিয়ে বি গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড মনে হয় সহজ প্রতিপক্ষ। আবার এ গ্রুপে ছোট দলগুলো হয়তো কোন বড় দলকে হারাতে পারবে না কিন্তু বি গ্রুপের ছোট দল যেমন আয়ারল্যান্ড বা নেদারল্যান্ড যদি বড় কোন দলকে হারিয়ে দেয় তাহলে কিন্তু গ্রুপের হিসেব-নিকেশ অন্য রকম হয়ে যাবে। তখন বড় একটি দল প্রথম রাউন্ড থেকে বাদ পড়তে পারে। আর সেখানে বাংলাদেশ কোয়ার্টারে চলে যেতে পারে।

আমাদের শুধু ২টি ব্যাপার দেখতে হবে। ১। আমরা যেন আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড -এর কাছে না হারি ২। আয়ারল্যান্ড বা নেদারল্যান্ড যদি কোন বড় দলকে হারাতে পারে তখন আমাদেরও সেই দলকে হারাতে হবে। তাহলেই আমাদের কোয়ার্টার ফাইনাল খেলার পথ পরিস্কার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।